Dhaka , সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার ফ্রি চক্ষু সেবা নিয়ে আসলো স্মার্ট একাডেমি রামগঞ্জে পাঠ্য বইয়ে গণঅভ্যুত্থান নিয়ে’অন্তর্ভুক্ত করবে বিএনপি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ২১ দিন পর স্কুল ছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে উদ্বোধন হলো বারাকাহ্ মাল্টিকেয়ার হসপিটাল লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০টি দোকান, কোটি টাকার ক্ষতি লক্ষ্মীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঘর নির্মাণের সামগ্রী বিতরণ রায়পুরে ব্যবসায়ী ফেডারেশনের মতবিনিময় গ্রন্থাগার দিবসে পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন ইউ,এন,ও ইমরান খান এদেশের মানুষের হৃদয়ে শেখ হাসিনার নাম থাকবে না: এ্যানি চৌধুরী প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৭ বছর পর লক্ষ্মীপুরে প্রকাশ্যে শিবিরের র‍্যালি 

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন:নৌকা প্রার্থীর জয়

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ৯০ Time View

বিএম সাগর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগে থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা) প্রতীক নিয়ে ১ লাখ ২০ হাজার ৫’শ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।
জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল) প্রতীক নিয়ে ৩ হাজার ৮’শ ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন।

জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে ২ হাজার ১’শ ২৬ ভোট পেয়ে তৃতীয় হন ও ন্যাশানাল পিপলর্স পার্টির সেলিম মাহামুদ (আম) প্রতীক নিয়ে ৫’শ ১৩ ভোট পেয়ে চতুর্থ হন।

এরআগে, দুপুরে ভোট চলাকালে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া ও বের করে দেওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন ও দুইটার দিকে জাকের পার্টির শামছুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিজয়ের ঘোষণা পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

প্রসঙ্গত: গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

এবার ফ্রি চক্ষু সেবা নিয়ে আসলো স্মার্ট একাডেমি রামগঞ্জে

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন:নৌকা প্রার্থীর জয়

Update Time : ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

বিএম সাগর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগে থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা) প্রতীক নিয়ে ১ লাখ ২০ হাজার ৫’শ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।
জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল) প্রতীক নিয়ে ৩ হাজার ৮’শ ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন।

জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে ২ হাজার ১’শ ২৬ ভোট পেয়ে তৃতীয় হন ও ন্যাশানাল পিপলর্স পার্টির সেলিম মাহামুদ (আম) প্রতীক নিয়ে ৫’শ ১৩ ভোট পেয়ে চতুর্থ হন।

এরআগে, দুপুরে ভোট চলাকালে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া ও বের করে দেওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন ও দুইটার দিকে জাকের পার্টির শামছুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিজয়ের ঘোষণা পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

প্রসঙ্গত: গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।