নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুে শহরের প্রাণ কেন্দ্রে সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে শুভ উদ্বোধন হয়েছে স্বপ্ন শপের মার্কেট। মঙ্গলবার (৩১ অক্টোবর ) দুপুরে স্বপে শহরের আজিম শাহ মার্কেটে অবস্থিত স্থানীয় দোকানদার ও কাস্টমারদের সাথে নিয়ে স্বপ্নশপ মার্কেটটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া,সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুবুল করিম। স্বপ্নতে থাকতে কসমেটিকস, চাল, ডাল, ডিম সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ ওেচাঠ ছোট বাচ্ছাদের খেলনাসহ দেশ বিদেশের সকল পণ্য সামগ্রী। স্বপ্ন শপে আসা ক্রেতারা বলেন, স্বপ্নে আমরা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাচ্ছি, এইখানে পণ্য কেনার সাথে বিভিন্ন অফার পেয়ে থাকি যাতে করে অনেক কম দামে পণ্য পাওয়া যায়।
স্বপ্নে আসা কাস্টমার বলেন,এইখানে ন্যায্য মূল্যে পণ্য পাচ্ছি, এখনে বিভিন্ন নতুন নতুন পণ্য পাওয়া যায় তাই স্বপ্নে কেনাকাটা করতে ভালো লাগে।
স্বপ্নের শপের মার্কেট ম্যানেজার মো নুর হোসেন বলেন, আমরা সরকার অনুমোদনকৃত পণ্য গুলো সরবরাহ করে বাজারজাত করি।এইখানে বিভিন্ন অফার প্রতিদিন এ থাকবে। শুক্র, শনিবার অনেক অনেক অফার থাকবে, এইখান থেকে গুনগত মানসম্পূর্ণ পণ্য পাবে। এইখানে যে সকল অফার গুলো দেওয়া থাকে তা থেকে পণ্য ক্রয় করলে বাজার দাম থেকেও অনেক কম মূল্যে পণ্য পাওয়া যায়। এইখানে বিভিন্ন পণ্যের জন্য আলাদা আলাদা কন্যার করা আছে ক্রেতারা খুব কম সময়ে তাদের প্রয়োজনীয় পছন্দের পণ্য ক্রয় করতে পারবে।