লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় হোসনেয়ারা বেগম নামে এক নারী নিহত হয়েছে। এসময় মা হোসনেয়ারার সাথে থাকা শিশু সন্তান আশিক হোসেন গুরুতর আহত হয়েছে। আশিক হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায়ও আশংকাজনক। বৃহস্পতিবার ৪ জুলাই বিকেল লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের তুলা তলী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু সন্তান আশিক হোসেনকে নিয়ে মা হোসেনেয়ারা বেগম সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতিতে ছেড়ে আসা পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হোসনেয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত হয় শিশু আশিক।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, শিশু আশিকের অবস্থায় আশংকাজনক। তার দু-পা ভেঙ্গে গেছে। প্রচুর রক্তক্ষরন হয়েছে। চিকিৎসা চলছে।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত হোসনেয়ারা বেগম চররমনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।