Dhaka , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলনগরে শিক্ষার্থীদের মানববন্ধন দুই দফা না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি লক্ষ্মীপুর আদালতের কর্মচারীদের কমলনগরে খাল দখল করে দোকানঘর নির্মাণের প্রতিবাদে  মানববন্ধন  ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় কৃষক; কোটি কোটি টাকা লোকসান লক্ষ্মীপুরে ইউনিয়ন বিভক্তির দাবিতে ফুুঁসে উঠেছে জনগণ লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবসের বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত কমলনগরে অপহরণকৃত স্কুলছাত্রীর লাইভ নিয়ে নানা প্রশ্ন  কমলনগরে অবৈধ ইটভাটা স্থাপনের দায়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় কমলনগরের এলজিইডিতে দুদকের অভিযান বিএনপি নেতার উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা ; প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

গ্রীষ্ম ঋতুতে রোদের মধ্যে শ্রমিকদের দিয়ে কাজ করাবে না : আমিরাত

  • Reporter Name
  • Update Time : ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • ২১৮ Time View

গ্রীষ্ম ঋতুতে দুপুরের কড়া রোদের মধ্যে শ্রমিকদের দিয়ে কাজ করাবে না সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। ১৫ জুন থেকে এ বার্ষিক মধ্যাহ্ন বিরতি নীতি কার্যকর হচ্ছে। এটা পরবর্তী তিন মাস অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। কারণ, এ সময়ে দেশটিতে গ্রীষ্মকালীন তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোয়।

ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি আনুষ্ঠানিক সরকারি ঘোষণার আগেই তাদের কর্মীদের দিনের বেলায় কম ডিউটি (কর্ম​​ঘণ্টা) দেওয়া শুরু করেছে।

সংযুক্ত আরব আমিরাতে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট তিনমাস প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। আর এই সময়ের মধ্যে যদি কোনো শ্রমিক কাজ করেন, তাহলে নিয়োগদাতাকে বড় অংকের অর্থ জরিমানা করা হবে। যা সর্বোচ্চ ৫০ হাজার দিরহামও হতে পারে। কারণ, গ্রীষ্মকাল শুরু হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচণ্ড গরম পড়ে। এ গরম থেকে বাঁচতে গত ১৯ বছর ধরে দুপুরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়টায় কাজ বন্ধ থাকলেও শ্রমিকদের নির্ধারিত আট ঘণ্টার চেয়ে বেশি কাজ করানো যাবে না। যদিও কেউ এর বাইরে বেশি কাজ করান, তাহলে বাড়তি সময়কে ওভারটাইম হিসেবে ধরা হবে। ওই অতিরিক্ত কর্ম​​ঘণ্টার জন্য শ্রমিককে বাড়তি অর্থ দিতে হবে।

এছাড়া দুপুর বেলা যখন কাজ বন্ধ থাকবে, তখন যেন শ্রমিকরা বিশ্রাম নিতে পারেন সেজন্য নিয়োগদাতাকে ছাউনি তৈরি করে দিতে হবে।

তবে এসব কাজের সঙ্গে যুক্তদের জন্য নিয়োগদাতাদের পর্যাপ্ত ঠান্ডা পানির ব্যবস্থা রাখতে হবে। এছাড়া শ্রমিকরা যেন নিজেদের হাইড্রেড রাখতে পারেন সেজন্য স্যালাইন, লবণসহ অন্যান্য খাবার রাখতে হবে।

সঙ্গে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, ঠান্ডা রাখার পর্যাপ্ত যন্ত্রাংশ, ছাতা এবং ছায়ার জন্য ছাউনি তৈরি করতে হবে।

সূত্র: খালিজ টাইমস

Tag :
About Author Information

zahirul islam

কমলনগরে শিক্ষার্থীদের মানববন্ধন

গ্রীষ্ম ঋতুতে রোদের মধ্যে শ্রমিকদের দিয়ে কাজ করাবে না : আমিরাত

Update Time : ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

গ্রীষ্ম ঋতুতে দুপুরের কড়া রোদের মধ্যে শ্রমিকদের দিয়ে কাজ করাবে না সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। ১৫ জুন থেকে এ বার্ষিক মধ্যাহ্ন বিরতি নীতি কার্যকর হচ্ছে। এটা পরবর্তী তিন মাস অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। কারণ, এ সময়ে দেশটিতে গ্রীষ্মকালীন তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোয়।

ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি আনুষ্ঠানিক সরকারি ঘোষণার আগেই তাদের কর্মীদের দিনের বেলায় কম ডিউটি (কর্ম​​ঘণ্টা) দেওয়া শুরু করেছে।

সংযুক্ত আরব আমিরাতে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট তিনমাস প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। আর এই সময়ের মধ্যে যদি কোনো শ্রমিক কাজ করেন, তাহলে নিয়োগদাতাকে বড় অংকের অর্থ জরিমানা করা হবে। যা সর্বোচ্চ ৫০ হাজার দিরহামও হতে পারে। কারণ, গ্রীষ্মকাল শুরু হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচণ্ড গরম পড়ে। এ গরম থেকে বাঁচতে গত ১৯ বছর ধরে দুপুরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়টায় কাজ বন্ধ থাকলেও শ্রমিকদের নির্ধারিত আট ঘণ্টার চেয়ে বেশি কাজ করানো যাবে না। যদিও কেউ এর বাইরে বেশি কাজ করান, তাহলে বাড়তি সময়কে ওভারটাইম হিসেবে ধরা হবে। ওই অতিরিক্ত কর্ম​​ঘণ্টার জন্য শ্রমিককে বাড়তি অর্থ দিতে হবে।

এছাড়া দুপুর বেলা যখন কাজ বন্ধ থাকবে, তখন যেন শ্রমিকরা বিশ্রাম নিতে পারেন সেজন্য নিয়োগদাতাকে ছাউনি তৈরি করে দিতে হবে।

তবে এসব কাজের সঙ্গে যুক্তদের জন্য নিয়োগদাতাদের পর্যাপ্ত ঠান্ডা পানির ব্যবস্থা রাখতে হবে। এছাড়া শ্রমিকরা যেন নিজেদের হাইড্রেড রাখতে পারেন সেজন্য স্যালাইন, লবণসহ অন্যান্য খাবার রাখতে হবে।

সঙ্গে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, ঠান্ডা রাখার পর্যাপ্ত যন্ত্রাংশ, ছাতা এবং ছায়ার জন্য ছাউনি তৈরি করতে হবে।

সূত্র: খালিজ টাইমস