নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৮ মে লক্ষ্মীপুর সরকারি কলেজে এই মেলা শুরু হয়েছে। শনিবার (২০) মে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহবুবুল করীম। এতে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার। এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মো. ইউসুফ, সহযোগী অধ্যাপক মাহবুব এলাহী সানী, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম দত্ত, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ প্রমুখ।
মেলায় লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা থেকে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনী এবং বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছেন।