Dhaka , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগ নিষিদ্ধে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না : মাহফুজ আলম বাংলাদেশেকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে: এ্যানি বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিশু গুলিবিদ্ধ চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪ বিগত ১৬/১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি-খায়ের ভুঁইয়া বিগত ১৬/১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি-খায়ের ভুঁইয়া লক্ষ্মীপুর জেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত নেতা-নুর নবী  এমন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী: এ্যানি লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ: 

নীলা হারুন-এর কবিতা ‘মায়ের শাড়ি’

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
  • ১৪৭ Time View

মায়ের জন্য আমার শাড়ি কেনার শখ বহুদিনের।

 

মাকে একটি জান্নাতী সবুজ শাড়িতে দেখার সাধ হয়।

প্রার্থনা করি, জান্নাতে যেন বাবার পাশে মাকে

সবুজ শাড়ি পরা দেখতে পাই।

মাঝে মাঝে মনে হয়, মাকে গোলাপী জামদানী কিনে দেই।

শাড়িটির সুতোগুলো এত দীর্ঘ হবে যেন –

একটি আস্ত ছায়াপথ ঘিরে ধরতে পারে।

মায়ের শাড়ির আঁচল মহাকাশ পর্যন্ত উঁচু

আর পাড়ের দিকটা পৃথিবীর হৃদয়ের কাছাকাছি।

মাঝে মাঝে দিয়াশলাই এর বাক্স হাতে

আসল ঢাকাই মসলিনের কারিগরের সন্ধানে বের হব ভাবি।

ধৈর্য ধরে, কারিগরের হাতের দিকে স্থির একলব্য একাগ্রতা নিয়ে

তাকিয়ে থাকব ,

শাড়িটি বোনা শেষ হলে আমার কাছে পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে ওটাকে

ঠিক ঠাক ঘুমোতে হবে

দিয়াশলাই এর বাক্সে।

মাকে একটি নরম সুতোর শাড়িও দেয়া যায়।

তাওয়ার উপরের রুটির মত ফুলো ফুলো নয়া শাড়িটিকে

শীতল পুকুরের মিষ্টি হীরাজলে ধুয়ে নরম করে দিব ,

মায়ের যেন ঘাম মুছতে কষ্ট না হয়।

সবচেয়ে ভালো হয় কিনে নিলে আস্ত ইরানী জাফরান বাগান,

প্রতিটি ফুল থেকে, ওযুকরা হাতে বেছে নিব লাল সুতো;

অকৃত্রিম জাফরানী রঙ্গে আরবী আতর মাখা রেশমে বানানো শাড়িটি পরিয়ে দিলে

হাসতে হাসতে মা আমাকে বাড়িয়ে দিবে সালমানের (রাঃ) বাগানের একটি আধখানা আজওয়া, যার অর্ধেক মায়ের মুখে আছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

Tag :
About Author Information

আ.লীগ নিষিদ্ধে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না : মাহফুজ আলম

নীলা হারুন-এর কবিতা ‘মায়ের শাড়ি’

Update Time : ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০

মায়ের জন্য আমার শাড়ি কেনার শখ বহুদিনের।

 

মাকে একটি জান্নাতী সবুজ শাড়িতে দেখার সাধ হয়।

প্রার্থনা করি, জান্নাতে যেন বাবার পাশে মাকে

সবুজ শাড়ি পরা দেখতে পাই।

মাঝে মাঝে মনে হয়, মাকে গোলাপী জামদানী কিনে দেই।

শাড়িটির সুতোগুলো এত দীর্ঘ হবে যেন –

একটি আস্ত ছায়াপথ ঘিরে ধরতে পারে।

মায়ের শাড়ির আঁচল মহাকাশ পর্যন্ত উঁচু

আর পাড়ের দিকটা পৃথিবীর হৃদয়ের কাছাকাছি।

মাঝে মাঝে দিয়াশলাই এর বাক্স হাতে

আসল ঢাকাই মসলিনের কারিগরের সন্ধানে বের হব ভাবি।

ধৈর্য ধরে, কারিগরের হাতের দিকে স্থির একলব্য একাগ্রতা নিয়ে

তাকিয়ে থাকব ,

শাড়িটি বোনা শেষ হলে আমার কাছে পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে ওটাকে

ঠিক ঠাক ঘুমোতে হবে

দিয়াশলাই এর বাক্সে।

মাকে একটি নরম সুতোর শাড়িও দেয়া যায়।

তাওয়ার উপরের রুটির মত ফুলো ফুলো নয়া শাড়িটিকে

শীতল পুকুরের মিষ্টি হীরাজলে ধুয়ে নরম করে দিব ,

মায়ের যেন ঘাম মুছতে কষ্ট না হয়।

সবচেয়ে ভালো হয় কিনে নিলে আস্ত ইরানী জাফরান বাগান,

প্রতিটি ফুল থেকে, ওযুকরা হাতে বেছে নিব লাল সুতো;

অকৃত্রিম জাফরানী রঙ্গে আরবী আতর মাখা রেশমে বানানো শাড়িটি পরিয়ে দিলে

হাসতে হাসতে মা আমাকে বাড়িয়ে দিবে সালমানের (রাঃ) বাগানের একটি আধখানা আজওয়া, যার অর্ধেক মায়ের মুখে আছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ