লক্ষ্মীপুর প্রতিনিধি : আজ সকাল দশটায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস উদযাপন করা হয়েছে ।
মে দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি ঝুমুর চত্বর ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে আলোচনা সভায় মিলিত হয় ।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন , স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোঃ জসিম উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন , সিভিল সার্জন মোঃ আবু হাসান শাহিন, লক্ষ্মীপুর বণিক সমিতির , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ।
সভায় বক্তাগণ মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন, শ্রমিকের মর্যাদা সংরক্ষণ, শ্রমিকের প্রাপ্য মজুরি, কর্মঘন্টা নির্ধারণ ও বৈষম্যহীনভাবে নারী শ্রমিকের মজুরি ও অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় ।
আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ পুরুষ ও নারী শ্রমিকগন উপস্থিত ছিলেন ।