রাকিব হোসেন স্টাফ রিপোর্টারল: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের প্রাণকেন্দ্র গাজী শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকেলে আসছে ২৫ জানুয়ারি রোজ শনিবার ব্যবসায়ীদের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ভিপি নজরুল ইসলাম লিটন সকল প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন গাজী কমপ্লেক্স ব্যবসায়ী পরিচালনা কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ। এবারের নির্বাচনে সভাপতি পদে ৪, সহ-সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদক পদে ৩, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১, সাংগঠনিক ৩, কোষাধ্যক্ষ পদে ২, প্রচার সম্পাদক ৪ জন সহ মোট ২০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এরমধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। গাজী কমপ্লেক্স এর ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান বলেন, যারা ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে আমরা তাদেরই ভোট দেবো। এমন কথাই জানিয়েছেন সাধারণ ভোটারগণও। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছি।