বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বাফুফের নব নির্বাচিত সহ-সভাপতি হ্যাপি চৌধুরীকে সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধ: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভোটে ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বড় ভাই।

শনিবার বিকেলে শহরের টাউন হলে লক্ষ্মীপুর জেলা ফুটবল এ্যসোসিয়েশন ও সম্মিলিত ক্রীড়া সংগঠন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এসময় হ্যাপি চৌধুরীকে বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

লক্ষ্মীপুর আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল মোবারক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

লক্ষ্মীপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এড.মহসীন কবির স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, জেএসডি কেন্দ্রিয় কমিটির যুগ্ম-আহবায়ক এড. বেলায়েত হোসেন বেলাল। অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের সভাপতি আমিনুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল খালেক, লক্ষ্মীপুর ফুটবল এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হুমায়ুন কবির জুয়েলসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনেরে সদস্যরা।

বক্তারা বলেন, লক্ষ্মীপুরের বিদ্যালয়গুলোর মাঠ দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছে। এতে খেলা থেকে দূরে থাকতে হয় শিক্ষার্থীদেরকে। খেলার মাঠ সবসময় উম্মুক্ত রাখতে জেলা প্রশাসকের কাছে দাবি জানান বক্তারা। খেলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদকের আসক্তে থেকে বিরত থাকে। পড়া-লেখায় মনযোগী হয়। ফুটবল খেলার মাধ্যমে লক্ষ্মীপুর থেকে জাতীয় পর্যায়ে খেলোয়ার গড়ে তোলার সার্বিক সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
কপিরাইট © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102