Dhaka , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযান;

  • Reporter Name
  • Update Time : ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৪১ Time View
লক্ষ্মীপুর প্রতিনিধি”সাংবাদিকদের বস্তুনিষ্ঠ- নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য সাংবাদিকতার চর্চা করতে হবে। আমাদের দেশে আর কখনো অশুভ সময় সৃষ্টি যেন না হয়। সারা বিশ্বেও আর অশুভ সময় সৃষ্টি না হোক। আমাদের দেশ সহ সমগ্র পৃথিবী শুভ সময় দ্বারা প্লাবিত হোক। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম।”

দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকা প্রতিষ্ঠায় সাফল্যের দুই বছর উদযাপন উপলক্ষ্যে বুধবার(১৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,‘যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে, সেই দেশে দুর্ভিক্ষ হয় না। খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় সঠিক তথ্যের অভাবে। অর্থাৎ যে দেশে মুক্তভাবে সংবাদপত্র কাজ করতে পারে, সে সরকার যে কোন বিপদ থেকে সচেতন হতে পারে। একইসঙ্গে বিপদ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। এ স্বাধীনতা কিন্তু দায়িত্বজ্ঞানহীনতা নয়। অর্থাৎ যা ছাপা হচ্ছে সম্পুর্ণ দায়িত্ব নিয়েই পত্রিকা প্রকাশিত হচ্ছে। কিন্তু এখন আমরা দেখছি সঠিক এবং মানসম্মত সংবাদ প্রকাশের প্রতিবন্ধকতা হতে পারে। এই যে স্যোসাল মিডিয়ায় দেখছি, যে যা খুশি লিখছি। ধরেন আমি একটি কবিতা, প্রবন্ধ, কলাম লিখে পত্রিকায় পাঠিয়েছি। মানসম্মত না হলে তা ছাপাবে না। আবার এটি সংশোধন করার জন্য একজন সম্পাদক রয়েছেন। কিন্তু যখন আমি কবিতা, গল্প, কলাম ফেসবুকে লিখে দিচ্ছি। এটি কে সংশোধন করে দেবে। হলুদ সাংবাদিকতা কিংবা অপসাংবাদিকতা এভাবেই সৃষ্টি হয়। এতে প্রকৃতপক্ষে বিপদগ্রস্ত হয়, যারা যথাযথভাবে মানুষের জন্য সাংবাদিকতা করে। তাদের কাজের গুণ অনেকাংশে স্থবির হয়ে যায় হলুদ ও অপসাংবাদিকতার কারণে।”

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারী নুরনবী ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিম, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী, মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ অতিথিবৃন্দ।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন  সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সিনিয়র সাংবাদিক আজিজুল হক, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের শিক্ষক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের সভাপতি শাহিন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হক ও বায়েজিদ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কালবেলার জেলা প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন, কমলনগর উপজেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, রামগতি প্রতিনিধি শরাফ উদ্দিন স্বপন ও রায়পুর প্রতিনিধি মাজেদ হোসেনসহ জেলা কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। শেষে একটি র ্যালী শহরের উত্তরতেমুহনী প্রদক্ষিন করে পূণরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযান;

Update Time : ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
লক্ষ্মীপুর প্রতিনিধি”সাংবাদিকদের বস্তুনিষ্ঠ- নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য সাংবাদিকতার চর্চা করতে হবে। আমাদের দেশে আর কখনো অশুভ সময় সৃষ্টি যেন না হয়। সারা বিশ্বেও আর অশুভ সময় সৃষ্টি না হোক। আমাদের দেশ সহ সমগ্র পৃথিবী শুভ সময় দ্বারা প্লাবিত হোক। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম।”

দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকা প্রতিষ্ঠায় সাফল্যের দুই বছর উদযাপন উপলক্ষ্যে বুধবার(১৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,‘যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে, সেই দেশে দুর্ভিক্ষ হয় না। খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় সঠিক তথ্যের অভাবে। অর্থাৎ যে দেশে মুক্তভাবে সংবাদপত্র কাজ করতে পারে, সে সরকার যে কোন বিপদ থেকে সচেতন হতে পারে। একইসঙ্গে বিপদ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। এ স্বাধীনতা কিন্তু দায়িত্বজ্ঞানহীনতা নয়। অর্থাৎ যা ছাপা হচ্ছে সম্পুর্ণ দায়িত্ব নিয়েই পত্রিকা প্রকাশিত হচ্ছে। কিন্তু এখন আমরা দেখছি সঠিক এবং মানসম্মত সংবাদ প্রকাশের প্রতিবন্ধকতা হতে পারে। এই যে স্যোসাল মিডিয়ায় দেখছি, যে যা খুশি লিখছি। ধরেন আমি একটি কবিতা, প্রবন্ধ, কলাম লিখে পত্রিকায় পাঠিয়েছি। মানসম্মত না হলে তা ছাপাবে না। আবার এটি সংশোধন করার জন্য একজন সম্পাদক রয়েছেন। কিন্তু যখন আমি কবিতা, গল্প, কলাম ফেসবুকে লিখে দিচ্ছি। এটি কে সংশোধন করে দেবে। হলুদ সাংবাদিকতা কিংবা অপসাংবাদিকতা এভাবেই সৃষ্টি হয়। এতে প্রকৃতপক্ষে বিপদগ্রস্ত হয়, যারা যথাযথভাবে মানুষের জন্য সাংবাদিকতা করে। তাদের কাজের গুণ অনেকাংশে স্থবির হয়ে যায় হলুদ ও অপসাংবাদিকতার কারণে।”

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারী নুরনবী ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিম, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী, মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ অতিথিবৃন্দ।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন  সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সিনিয়র সাংবাদিক আজিজুল হক, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের শিক্ষক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের সভাপতি শাহিন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হক ও বায়েজিদ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কালবেলার জেলা প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন, কমলনগর উপজেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, রামগতি প্রতিনিধি শরাফ উদ্দিন স্বপন ও রায়পুর প্রতিনিধি মাজেদ হোসেনসহ জেলা কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। শেষে একটি র ্যালী শহরের উত্তরতেমুহনী প্রদক্ষিন করে পূণরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।