কমলনগর প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগরে ”কমলনগর প্রেসক্লাব’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো.ইউছুফ আলী মিঠু সভাপতি এবং দৈনিক আমাদের সময়’র প্রতিনিধি মুছা কালিমুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার(২৬জুন) উপজেলার হাজিরহাট বাজারে প্রেসক্লাব কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এসময় রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুর জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ- সভাপতি পদে দ্য বিজনেস স্ট্যাডার্ড’র প্রতিনিধি সানা উল্লাহ সানু, সহ সভাপতি দৈনিক খবর প্রতিনিধি নাছির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন’র প্রতিনিধি এমএ এহসান রিয়াজ, অর্থ সম্পাদক দৈনিক দেশ-রুপান্তর (রামগতি-কমলনগর) প্রতিনিধি আমজাদ হোসেন আমু ।