Dhaka , শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষীপুরে  বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা লক্ষ্মীপুর মাদরাসার টয়লেটে থেকে শিশুর মরদেহ উদ্ধার,অটক -১ কমলনগরে শিক্ষার্থীদের মানববন্ধন দুই দফা না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি লক্ষ্মীপুর আদালতের কর্মচারীদের কমলনগরে খাল দখল করে দোকানঘর নির্মাণের প্রতিবাদে  মানববন্ধন  ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় কৃষক; কোটি কোটি টাকা লোকসান লক্ষ্মীপুরে ইউনিয়ন বিভক্তির দাবিতে ফুুঁসে উঠেছে জনগণ লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবসের বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত কমলনগরে অপহরণকৃত স্কুলছাত্রীর লাইভ নিয়ে নানা প্রশ্ন  কমলনগরে অবৈধ ইটভাটা স্থাপনের দায়ে ৯ লাখ টাকা জরিমানা আদায়

রামগতি অবহেলিত মানুষের পাশে  শিল্পপতি ড.আশরাফ আলী চৌধুরী  সারু

  • Reporter Name
  • Update Time : ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ২০০ Time View

মোখলেছুর রহমান ধনু রামগতি প্রতিনিধ:  মেঘনা উপকূলের পিছিয়ে থাকা রামগতি- কমলনগর উপজেলার অবহেলিত মানুষকে

সমাজের উন্নত বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের মর্যাদা সমুন্নত রাখতে দিনরাত মানব সেবায় কাজে নিজেকেব্রত রেখেছেন লক্ষ্মীপুর জেলার রামগতি কৃতি সন্তান শিল্পপতি রাজনীতিবিদ ড. আশরাফ আলী চৌধুরী সারু।  দান অনুদানে তিনি কখনো নিজেকে  শিরোনামে পছন্দ করেন না। এটি তার অন্যতম আরেকটি গুণ। মানুষ সেবার পাশাপাশি তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা,  নুরানী মাদরাসা,এতিমখানা, গরীব- অসহায়দের বিয়েতে পরিপূর্ণ সহায়তা করা। স্কুল – কলেজ, মাদরাসা মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তাতো অনেক পুরোনো বিষয়। মেঘনানদীর কবলেপড়া ভূমিহীনদের পুনর্বাসন কার্যক্রমে প্রায় শতাধিক পরিবারকে নতুন ঠিকানার সন্ধান দিয়েছেন।

তার সেবামূলক কাজে তার সহধর্মিনীর ভূমিকাও অপরিসীম।

আওয়ামী লীগের রাজনীতিকে তার পদের মর্যাদা রেখে পরবর্তীতে যেন পিছিয়ে না যায় এক্ষেত্রে  অন্যদের “ভ্যাগী”র মতো নিজের ব্যক্তিগত লাখ লাখ টাকা দিয়ে নেতাকর্মী বিচলিত না হতে সহায়তা করেছেন আ’ লীগের এই ত্যাগীনেতা।

বিভিন্ন সরকারী- বেসরকারী, সামাজিক,  রাজনৈতিক এমনকি গণমাধ্যম কর্মীরাও এর বাহিরে নয়। এলাকার সামজিক,  সাংস্কৃতিক সুন্দর পরিবেশ বজায় নানা আর্থিক অবদান রেখেছেন এশিল্পপতি। একশ্রেণির মানুষ মানবসেবকের দান অনুদানকে অসৎ উদ্দেশ্য নিয়ে বিব্রত করার চেষ্টা করছে।

কমলনগর চরকাদিরা ইউনিয়নের মো: সালাউদ্দিন বলেন, শিল্পপতি সারু সাহেব নিঃসন্দেহে একজন বড় মানব সেবক। আমার একটি বসত ঘরের থাকার সুযোগ করে দিয়েছেন তিনি। আল্লাহ ওনার সুস্হতাসহ সুদীর্ঘ নেক হায়াত দান করুক।

ড.আশরাফ আলী চৌধুরী সারু বলেন,  দেশে সরকারকে শতভাগ রাজস্বের কর প্রদান করে  আমি ব্যবসা করি। হালাল উপার্জিতের টাকা থেকে সমাজে পিছিয়েপড়া  মানুসের জন্য কাজ করছি। যতদিন থাকবো সেবার মাধ্যমে  মানুষের পাশে থাকবো। এলাকার  কোন বিষয়ের লোভ লালসা আমার নেই; পরিবারের নেই, ভবিষ্যতেও থাকবে না;  ইনশাআল্লাহ।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষীপুরে  বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা

রামগতি অবহেলিত মানুষের পাশে  শিল্পপতি ড.আশরাফ আলী চৌধুরী  সারু

Update Time : ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

মোখলেছুর রহমান ধনু রামগতি প্রতিনিধ:  মেঘনা উপকূলের পিছিয়ে থাকা রামগতি- কমলনগর উপজেলার অবহেলিত মানুষকে

সমাজের উন্নত বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের মর্যাদা সমুন্নত রাখতে দিনরাত মানব সেবায় কাজে নিজেকেব্রত রেখেছেন লক্ষ্মীপুর জেলার রামগতি কৃতি সন্তান শিল্পপতি রাজনীতিবিদ ড. আশরাফ আলী চৌধুরী সারু।  দান অনুদানে তিনি কখনো নিজেকে  শিরোনামে পছন্দ করেন না। এটি তার অন্যতম আরেকটি গুণ। মানুষ সেবার পাশাপাশি তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা,  নুরানী মাদরাসা,এতিমখানা, গরীব- অসহায়দের বিয়েতে পরিপূর্ণ সহায়তা করা। স্কুল – কলেজ, মাদরাসা মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তাতো অনেক পুরোনো বিষয়। মেঘনানদীর কবলেপড়া ভূমিহীনদের পুনর্বাসন কার্যক্রমে প্রায় শতাধিক পরিবারকে নতুন ঠিকানার সন্ধান দিয়েছেন।

তার সেবামূলক কাজে তার সহধর্মিনীর ভূমিকাও অপরিসীম।

আওয়ামী লীগের রাজনীতিকে তার পদের মর্যাদা রেখে পরবর্তীতে যেন পিছিয়ে না যায় এক্ষেত্রে  অন্যদের “ভ্যাগী”র মতো নিজের ব্যক্তিগত লাখ লাখ টাকা দিয়ে নেতাকর্মী বিচলিত না হতে সহায়তা করেছেন আ’ লীগের এই ত্যাগীনেতা।

বিভিন্ন সরকারী- বেসরকারী, সামাজিক,  রাজনৈতিক এমনকি গণমাধ্যম কর্মীরাও এর বাহিরে নয়। এলাকার সামজিক,  সাংস্কৃতিক সুন্দর পরিবেশ বজায় নানা আর্থিক অবদান রেখেছেন এশিল্পপতি। একশ্রেণির মানুষ মানবসেবকের দান অনুদানকে অসৎ উদ্দেশ্য নিয়ে বিব্রত করার চেষ্টা করছে।

কমলনগর চরকাদিরা ইউনিয়নের মো: সালাউদ্দিন বলেন, শিল্পপতি সারু সাহেব নিঃসন্দেহে একজন বড় মানব সেবক। আমার একটি বসত ঘরের থাকার সুযোগ করে দিয়েছেন তিনি। আল্লাহ ওনার সুস্হতাসহ সুদীর্ঘ নেক হায়াত দান করুক।

ড.আশরাফ আলী চৌধুরী সারু বলেন,  দেশে সরকারকে শতভাগ রাজস্বের কর প্রদান করে  আমি ব্যবসা করি। হালাল উপার্জিতের টাকা থেকে সমাজে পিছিয়েপড়া  মানুসের জন্য কাজ করছি। যতদিন থাকবো সেবার মাধ্যমে  মানুষের পাশে থাকবো। এলাকার  কোন বিষয়ের লোভ লালসা আমার নেই; পরিবারের নেই, ভবিষ্যতেও থাকবে না;  ইনশাআল্লাহ।