নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী সংগীত প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে এ প্রশিক্ষণে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের রফিক আহমেদ মিন্টু ও মিতা পাল।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ভূঞা তপনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির, সংগঠনের সহ-সভাপতি বাবুল চক্রবর্তী, কার্তিক সেনগুপ্ত, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথসহ অন্যান্য সদস্য ও সাংস্কৃতিকর্মীরা