Dhaka , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শহিদদের রক্তের বদলা নিতে ‘যে অঙ্গীকার’ করলেন শিবির সভাপতি আ.লীগ নিষিদ্ধে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না : মাহফুজ আলম বাংলাদেশেকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে: এ্যানি বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিশু গুলিবিদ্ধ চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪ বিগত ১৬/১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি-খায়ের ভুঁইয়া বিগত ১৬/১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি-খায়ের ভুঁইয়া লক্ষ্মীপুর জেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত নেতা-নুর নবী  এমন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী: এ্যানি

শিল্পকলায় নাট্যোৎসবে গ্যালিলিও তিন নাটকের মঞ্চায়ন

  • Reporter Name
  • Update Time : ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ২৩৫ Time View

পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসবের চতুর্থ সন্ধ্যায় মঞ্চায়ন হয় তিনটি নাটক। সোমবার শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে নাটক তিনটি মঞ্চায়ন হয়। এরমধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ভারতের টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপের নাটক ‘গ্যালিলিও’, পরীক্ষণ থিয়েটার হলে ছিল ঢাকার অনুস্বর প্রযোজিত নাটক ‘রায়মঙ্গল’ ও স্টুডিও থিয়েটারে ভারতের চাকদাহ নাট্যজনের নাটক ‘জগাখিচুড়ি’।

সুমন মজুমদারের উপন্যাস রাইমঙ্গল অবলম্বনে ‘রায়মঙ্গল’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন সাইফ সুমন। কাল বদলায়, নানান চড়াই উতরাই পার করে জনপদ নির্মাণ হয়, হতে থাকে। প্রকৃতি-মাটি-শ্বাপদের সঙ্গে কখন লড়াই, কখন প্রেম, এমন কত বৈচিত্র্যের ধারাহিকতায় মানুষ টিকে যায়। মানুুষের বেঁচে থাকার গল্প দীর্ঘ হয়ে যুগ-যুগান্তরে পৌঁছায়। প্রকৃতি নির্ভরতায় নির্মিত মৌয়ালি জনপদে ন্যায়-অন্যায়ের নির্বিশেষ জীবন সংগ্রাম আর লোভ-লালসায় অমানবিকতা যেন সমান্তরাল। প্রেম, ক্ষুধা, জীবিকার চিরন্তন সংগ্রামে দল-উপদলে হানাহানির পাশাপাশি অধুনা-ধর্ম-রাজনীতি ব্যবহার করে সংখ্যালঘু উৎপাটনের গল্প ‘রায়মঙ্গল’। স্থান-কালভেদে বর্তমান সমাজের প্রবৃত্তিরই যুগ-যুগান্তরের গল্প ‘রায়মঙ্গল’।

নির্দেশক বলেন, একটা জনপদ তাদের জীবনাচার, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রমশ তাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া, চোরাকারবারির দৌরাত্ম, মানুষের পূণ্য-লোভ এতসবকিছু নিয়েও টিকে থাকার প্রত্যয় আছে নাটকটিতে। নাটকরূপ শেষে শুরু করে দিই পাঠ-মহড়া। প্রত্যক্ষ অভিজ্ঞার জন্যে বেরিয়ে পড়ি সেই জনপদ ভ্রমণে। কিন্তু বিপত্তি ঘটে মহড়ায় ফিরে। এত এত চরিত্র, কিন্তু দলে তো এতো সক্রিয় সদস্য নেই। স্রোতের বিপরীতে নৌকা চালানো ছাড়া আর কিছুই করার ছিল না। দর্শকরা একটি ভিন্নধর্মী নাটক দেখতে পাবে বলেই মনে করি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নূরুজ্জামান সরকার, জয়ন্ত দাস জয়,ফরিদা লিমা, মেরিনা মিতু, পিয়ার মোহাম্মদ, দীপ্ত উদাস, আবির সায়েম,আরিফুর রহমান, কায়সার আহম্মেদ, যাজ্ঞোসীনি মৌ, মুত্মাইন্নাহ রীমা, এস আর সম্পদ, মোহাম্মদ বারী প্রমুখ।

সন্ধ্যায় নাটক মঞ্চায়নের আগে জাতীয় নাট্যশালার লবির উন্মুক্ত মঞ্চের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় নাচ, গান, পথনাটক ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। আগামী বৃহস্পতিবার শেষ হবে সাতদিনের এই নাট্যোৎসব।

Tag :
About Author Information

শহিদদের রক্তের বদলা নিতে ‘যে অঙ্গীকার’ করলেন শিবির সভাপতি

শিল্পকলায় নাট্যোৎসবে গ্যালিলিও তিন নাটকের মঞ্চায়ন

Update Time : ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসবের চতুর্থ সন্ধ্যায় মঞ্চায়ন হয় তিনটি নাটক। সোমবার শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে নাটক তিনটি মঞ্চায়ন হয়। এরমধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ভারতের টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপের নাটক ‘গ্যালিলিও’, পরীক্ষণ থিয়েটার হলে ছিল ঢাকার অনুস্বর প্রযোজিত নাটক ‘রায়মঙ্গল’ ও স্টুডিও থিয়েটারে ভারতের চাকদাহ নাট্যজনের নাটক ‘জগাখিচুড়ি’।

সুমন মজুমদারের উপন্যাস রাইমঙ্গল অবলম্বনে ‘রায়মঙ্গল’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন সাইফ সুমন। কাল বদলায়, নানান চড়াই উতরাই পার করে জনপদ নির্মাণ হয়, হতে থাকে। প্রকৃতি-মাটি-শ্বাপদের সঙ্গে কখন লড়াই, কখন প্রেম, এমন কত বৈচিত্র্যের ধারাহিকতায় মানুষ টিকে যায়। মানুুষের বেঁচে থাকার গল্প দীর্ঘ হয়ে যুগ-যুগান্তরে পৌঁছায়। প্রকৃতি নির্ভরতায় নির্মিত মৌয়ালি জনপদে ন্যায়-অন্যায়ের নির্বিশেষ জীবন সংগ্রাম আর লোভ-লালসায় অমানবিকতা যেন সমান্তরাল। প্রেম, ক্ষুধা, জীবিকার চিরন্তন সংগ্রামে দল-উপদলে হানাহানির পাশাপাশি অধুনা-ধর্ম-রাজনীতি ব্যবহার করে সংখ্যালঘু উৎপাটনের গল্প ‘রায়মঙ্গল’। স্থান-কালভেদে বর্তমান সমাজের প্রবৃত্তিরই যুগ-যুগান্তরের গল্প ‘রায়মঙ্গল’।

নির্দেশক বলেন, একটা জনপদ তাদের জীবনাচার, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রমশ তাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া, চোরাকারবারির দৌরাত্ম, মানুষের পূণ্য-লোভ এতসবকিছু নিয়েও টিকে থাকার প্রত্যয় আছে নাটকটিতে। নাটকরূপ শেষে শুরু করে দিই পাঠ-মহড়া। প্রত্যক্ষ অভিজ্ঞার জন্যে বেরিয়ে পড়ি সেই জনপদ ভ্রমণে। কিন্তু বিপত্তি ঘটে মহড়ায় ফিরে। এত এত চরিত্র, কিন্তু দলে তো এতো সক্রিয় সদস্য নেই। স্রোতের বিপরীতে নৌকা চালানো ছাড়া আর কিছুই করার ছিল না। দর্শকরা একটি ভিন্নধর্মী নাটক দেখতে পাবে বলেই মনে করি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নূরুজ্জামান সরকার, জয়ন্ত দাস জয়,ফরিদা লিমা, মেরিনা মিতু, পিয়ার মোহাম্মদ, দীপ্ত উদাস, আবির সায়েম,আরিফুর রহমান, কায়সার আহম্মেদ, যাজ্ঞোসীনি মৌ, মুত্মাইন্নাহ রীমা, এস আর সম্পদ, মোহাম্মদ বারী প্রমুখ।

সন্ধ্যায় নাটক মঞ্চায়নের আগে জাতীয় নাট্যশালার লবির উন্মুক্ত মঞ্চের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় নাচ, গান, পথনাটক ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। আগামী বৃহস্পতিবার শেষ হবে সাতদিনের এই নাট্যোৎসব।