লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দেড়লাখ জনঅধ্যুষিত ভবানীগঞ্জ ইউনিয়নে প্রশাসনিক ও নাগরিক সুবিধা বৃদ্ধি ও বিভিন্ন ধরণের নাগরিক বৈষম্য থেকে উত্তরণের দাবিতে এবার রাজপথে নেমেছেন বাসিন্দারা।
ভবানীগঞ্জ ইউনিয়নকে বিভক্তির মাধ্যমে মিয়ারবেড়ি নামে নতুন ইউনিয়ন গঠনে দাবীতে মানববন্ধন করেছেন তারা। শুক্রবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় সর্বস্তরের নাগরিক জনতা ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
“দূরত্ব কমাও, নাগরিক সেবা বাড়াও, ইউনিয়ন ভাগ কর”। “ভবানীগঞ্জ ভাগ কর, জনগণের দুঃখ লাঘব কর”। “বড় ইউনিয়নের সেবা পাইনা, ভাগ চাই, উন্নয়ন চাই” এ ধরনের বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে মানববন্ধনে অংশ নেন হাজারও জনতা।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ইমন, গণ অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ, ইসলামি শ্রমিক আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক কারী আবুল কাশেম নিজামী ও ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক মনিরুজ্জামান মনির সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেড়লাখ জনঅধ্যুষিত ভবানীগঞ্জ ইউনিয়নে শুধুমাত্র একটি ইউনিয়ন পরিষদ দিয়ে নাগরিক সেবা প্রদান করা সম্ভব নয়। এবিশাল জনগোষ্ঠীর প্রশাসনিক, সামাজিক ও উন্নয়নমূলক চাহিদা পূরণ করা এখন অসম্ভব হয়ে পড়েছে। এসকল কারণে সাধারন মানুষের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এঅবস্থায় এই ইউনিয়নকে ভাগ করে মিয়ারবেড়ি নামে নতুন ইউনিয়নের দাবী জানাচ্ছি।