নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর লোকমান হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে সমবেত হয়।
আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩ টায় লক্ষ্মীপুর পৌরসভা বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে মো. লোকমান হোসেন সম্পৃক্ত। এখন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে রয়েছেন। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে জড়িত ছিলেন না। তিনি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।
এখন সেই নেতাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মাইন উদ্দিন লোকমান হোসেনকে মামলায় জড়িয়েছেন। আজকের এই সমাবেশ থেকে, মামলা থেকে লোকমান হোসেনের নাম প্রত্যাহার ও ফ্যাসিষ্ট এর দোসর মাইন উদ্দিনের বিচার দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কিরণ পাটোয়ারী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ প্রমুখ।