নিজস্ব প্রতিনিধি,: পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
বুধবার (৫মার্চ) লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে এমন আয়োজন করেন লক্ষ্মীপুর শহর শিবির।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারী এড. মহসিন কবির মুরাদ, জামায়াত নেতা আবদুল আউয়াল রাসেল, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিবিরের পক্ষ থেকে বলা হয়, শিবির কোন চাঁদাবাজির সাথে জড়িত নয়। তাদের বিরুদ্ধে অতীতে যে অভিযোগগুলো আনা হয়েছে তা মিথ্যা। শিবির ছাত্রদের মানোন্নয়ন কাজ করে।
এছাড়া তারা বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মানে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অতীতেও সাংবাদিকরা দেশ গঠনে অগ্রনী ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন বলে আমরা আশা রাখি।