রাকিব হোসেন,স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে গেল বছরে নির্মিত হয়েছিল পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাব। বর্তমান এটিকে সংষ্কার করে দ্বিতল ভবনে রুপান্তরিত করে করা হচ্ছে আধুনিকায়ন।
জানা যায়, বিগত বছরগুলোতে রায়পুরে কোন পাবলিক লাইব্রেরি বা ফিটনেস ক্লাব না থাকায় এই এলাকার সচেতন মহলের দাবির প্রেক্ষিতে সাবেক ইউ,এন,ও অঞ্জন দাস ও জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দের আন্তরিক প্রচেষ্টায় পৌর শহরে সরকারি খাস জমিতে নির্মিত হয় পাবলিক লাইব্রেরি।
তারই ধারাবাহিকতায় এটিকে আরও আধুনিকায়ন ও সংষ্কার করে নীচতলায় ফিটনেস ক্লাব ও দোতলায় পাঠাগার করার জন্য সংষ্কার কার্যক্রম চালাচ্ছেন বর্তমান ইউ,এন,ও ইমরান খাঁন।
ইউ,এন,ও’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়পুরের শিক্ষার্থী ও সচেতন মহল।