নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর আলী হাছান গ্রামের হাজীর বাপের বাড়ির প্রবাসী সুমনের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।
এই সময় চোরের দল নগদ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ১০টি বিদেশি কম্বলসহ আরো অনেক জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এই ঘটনায় প্রবাসী সুমনের মা মোবাশ্বেরা বেগম বাদী হলে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মোবাশ্বেরা বেগম বলেন, ১৩ জানুয়ারি সকালে লক্ষ্মীপুরে তার ছেলের বাড়িতে বেড়াতে যায়।
তখন ঘরে আর কেউ ছিলো না। ছেলের বাসা থেকে খবর পেয়ে ১৪ জানুয়ারি সকাল ৮ টার দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমারিতে রাখা ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার সহ অনেক মালামাল নেই। চোরেরা ঘরের পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে সব কিছু নিয়ে আবার সেই দরজা দিয়ে পালিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মুন্নাফ জানান , এবিষয়ে কোন অভিযোগ আমার হাতে আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।