Dhaka , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

কুমিরের ঘেরে পড়ে প্রাণ হারালেন এক কুমির চাষি

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ১৬৪ Time View

কুমিরের ঘেরে পড়ে প্রাণ হারিয়েছেন উত্তর কম্বোডিয়ায় এক কুমির চাষি। স্থানীয় পুলিশ বলছে, অন্তত ৪০টি সরীসৃপ ওই চাষিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। সিয়াম রিপ শহরের কাছে শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহত চাষির নাম লুয়ান ন্যাম, বয়স ৭২। তিনি স্থানীয় কুমির চাষি সমিতির সভাপতি ছিলেন। পুলিশ জানায়, ন্যাম খাঁচা থেকে কুমির বের করে দিয়ে ডিম আনার চেষ্টা করেছিলেন। এ সময় একটি কুমির তার হাতের লাঠি কামড়ে ধরে তাকে টানতে থাকে। এক পর্যায়ে তিনি ঘেরের মধ্যে পড়ে যায়।পুলিশ প্রধান মে স্যাভরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ সময় ঘেরের বাকি কুমিরগুলো ন্যামের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত এগুলো তাকে কামড়াতে থাকে’।তিনি বলেন, ‘ন্যামের শরীরে কামড়ের দাগ ছিল। তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে’। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডিম, চামড়া এবং মাংসের জন্য কুমিরের চাষ করা হয়। সূত্র: বিবিসি

Tag :
About Author Information

zahirul islam

লক্ষ্মীপুর বিজ্ঞান মেলার উদ্বোধন

কুমিরের ঘেরে পড়ে প্রাণ হারালেন এক কুমির চাষি

Update Time : ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

কুমিরের ঘেরে পড়ে প্রাণ হারিয়েছেন উত্তর কম্বোডিয়ায় এক কুমির চাষি। স্থানীয় পুলিশ বলছে, অন্তত ৪০টি সরীসৃপ ওই চাষিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। সিয়াম রিপ শহরের কাছে শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহত চাষির নাম লুয়ান ন্যাম, বয়স ৭২। তিনি স্থানীয় কুমির চাষি সমিতির সভাপতি ছিলেন। পুলিশ জানায়, ন্যাম খাঁচা থেকে কুমির বের করে দিয়ে ডিম আনার চেষ্টা করেছিলেন। এ সময় একটি কুমির তার হাতের লাঠি কামড়ে ধরে তাকে টানতে থাকে। এক পর্যায়ে তিনি ঘেরের মধ্যে পড়ে যায়।পুলিশ প্রধান মে স্যাভরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ সময় ঘেরের বাকি কুমিরগুলো ন্যামের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত এগুলো তাকে কামড়াতে থাকে’।তিনি বলেন, ‘ন্যামের শরীরে কামড়ের দাগ ছিল। তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে’। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডিম, চামড়া এবং মাংসের জন্য কুমিরের চাষ করা হয়। সূত্র: বিবিসি