নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাটিভির লক্ষ্মীপুর প্রতিনিধি জামাল উদ্দিন রাফি। পরে একটি র্যালী বের করা হয়। এতে প্রধান অথিতি হিসেহে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম। ভূঁইয়া লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির হাওলাদার, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন , মোঃ কামাল উদ্দিন, সাইফুল ইসলাম স্বপন, ফিরজ হাওলাদারসহ লক্ষ্মীপুরের বিশিষ্টজনরা।
এসময় বক্তারা বলেন, বাংলাটিভি বিশ্বের দরবারে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে সম্প্রসার করছে।এতে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জল হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাটিভির সাফল্য কামনা করেন অতিথিরা।