প্রসূতি মায়েদের আস্থার নাম রাশিদা খাতুন (৬০)। তিন-চার প্রজন্মের প্রসূতি মায়েরা তাকে ভিজিটর রাশিদা আপা নামেই চেনেন। ৪০ বছর ধরে তিনি চরাঞ্চলসহ জেলাজুড়ে প্রসূতি মায়েদের সেবা ও ডেলিভারি করে আসছেন। দীর্ঘ সময় চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডাব্লিউভি পদে চাকরি করেছেন। এখন অবসরে গিয়ে থেমে নেই তার মাতৃসেবা। বাড়িতে প্রতিষ্ঠা করেছেন নরমাল ডেলিভারি সেন্টার। এ পর্যন্ত ৯৬ হাজার নরমাল ডেলিভারি করিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে পেয়েছেন পৃথক সম্মাননা স্মারক ও ক্রেস্ট। এ ছাড়া অর্জন করেছেন বহু শ্রেষ্ঠ এফডাব্লিউভি সনদ ও সম্মাননা স্মারক। বৃহস্পতিবার দুপুরে সরেজমিন রাশিদা খাতুনের নরমাল ডেলিভারি সেন্টারে গিয়ে দেখা যায় রোগীদের সেবা কার্যক্রম চলছে। বাইরে অপেক্ষা করছেন রোগীর স্বজনরা। গ্রাম এলাকায় ভিজিটর রাশিদা আপা নামেই তিনি বেশি পরিচিত। এ তথ্য সংগ্রহ পর্যন্ত (বৃহস্পতিবার বেলা পৌনে ২টা) সকাল থেকে পাঁচটি নরমাল ডেলিভারি করিয়েছেন। এ মাসে অর্থাৎ ১১ দিনে মোট ৩২টি। এপ্রিল মাসে ৭০টি নরমাল ডেলিভারি করানো হয়েছে। রাশিদা খাতুন জানান, ‘ধাত্রী বিদ্যায় আমার হাতেই তিন প্রজন্মের বহু মায়ের কোলে নবজাতক তুলে দিতে পেরেছি। ৩৫ বছরের চাকরি জীবনে গড়ে প্রতি মাসে নরমাল ডেলিভারি করিয়েছি অন্তত ২০০। সে হিসাবে ১৯৮৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৮৪ হাজার। ৪০ বছরে ৯৬ হাজার মায়ের সহজভাবে নরমাল ডেলিভারি করিয়েছি। এসব ভালো কাজে এলাকাবাসী ও বিভাগীয় সম্মান ও ভালোবাসা পেয়েছি। souce : jugantor