নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রদল নেতা মো. আল আমিনের বাসায় উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২৮ মার্চ) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে আহত আল আমিনসহ তার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এসময়ের সাথে ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়।
কেরোয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা আয়না বলেন, আহত আল আমিনসহ তার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জুলাই-আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদলের নেতা আল আমিনের একটি চোখ নষ্ট হয়ে যায়। এরপর তারা তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বাসায় ফিরলেও তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নেন। আগামীতেও বিএনপি যাবতীয় চিকিৎসার খরচে পরিবার তার পাশে থাকবে