রাকিব হোসেন স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুরের রায়পুরে বামনী প্রবাসী মানবতার হাত ফাউন্ডেশন ও সমাজ কল্যান ইসলামিক পাঠাগারের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বামনী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মুন্সি বাড়ি জামে মসজিদে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
বামনী প্রবাসী মানবতার হাত ফাউন্ডেশন ও সমাজ কল্যান ইসলামিক পাঠাগারের সদস্য মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ ইমাম হোসাইন তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মাকসুদ আলম, উপদেষ্টা মোঃ নুর আলম, উপদেষ্টা মোঃ জাকির হোসেন ও উপদেষ্টা আব্দুস সাত্তার লাতুসহ বামনী প্রবাসী মানবতার হাত ফাউন্ডেশন ও সমাজ কল্যান ইসলামিক পাঠাগারের অন্যান্য সদস্যরা।
উক্ত ইফতার আয়োজনকে সাধুবাদ ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ইফতারের পূর্ব মূহুর্তে সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।