স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের বুদাইয়া শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে গনতন্ত্র প্রতিষ্ঠাকারী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের অগ্রযাত্রা কামনায় বাহরাইনের বুদাইয়া দেশী রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
বুদাইয়া শাখা বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলমের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বাহরাইনের বিভিন্ন স্ট্রিট থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, তারেক রহমানের অগ্রযাত্রাসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।