স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজানে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে সিত্রা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার আয়োজন করেছে নুর নিশাত টেলিকম ও তপন এন্ড সুমন টেলিকম নামে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।
গতকাল শুক্রবার (২১ মার্চ) বাহরাইনের সিত্রায় আনোয়ার আল ইরাক রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।
সিত্রা ফ্রেন্ডস ক্লাবের অধিনায়ক নাঈমুল হোসেন ও সহকারী অধিনায়ক সাইফুল ইসলামের উদ্যোগে নুর নিশাত টেলিকমের স্বত্বাধিকারী মোশারফ হোসেন সোহাগ ও তপন এন্ড সুমন টেলিকমের স্বত্বাধিকারী জাকির হোসেন সুমনের আয়োজনে উক্ত ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চ্যানেল কর্নফুলীর বাহরাইন (বুদাইয়া) প্রতিনিধি সাইফুল ইসলাম রাজুসহ বাহরাইনে কর্মরত বিভিন্ন শ্রেণি পেশার প্রায় অর্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশী।
পবিত্র ইফতারের আগ মূহুর্তে সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।