রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে এক ঝাঁক উদীয়মান তরুণ শিক্ষক,শিক্ষিকা দ্বারা পরিচালিত রায়পুর বর্ণমালা একাডেমী’র শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠ দান অগ্রগতির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯ নভেম্বর (শনিবার) একাডেমী’র মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। একাডেমীর পরিচালনা পর্ষদ জিয়াউল্লা মামুনের সঞ্চালনে ব্যাপক আনন্দ- উৎসাহর মধ্য দিয়ে এ সমাবেশের সমাপ্তি ঘটে।
রায়পুর বর্ণমালা একাডেমি কর্তৃপক্ষ আয়োজিত অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো চিরস্মরণীয় এক অনুষ্ঠান।
উক্ত সমাবেশে সকাল থেকেই আমন্ত্রিত মেহমান ও সন্মানিত অভিভাবকদের আগমনে মুখরিত হয় রায়পুর বর্ণমালার একাডেমির ক্যাম্পাস। এই অনুষ্ঠানে মেহমানদয়ের আলোচনার পাশাপাশি ও সংস্কৃতি অনুষ্ঠান যেমন, দেশের গান ও শিক্ষনীয় বিনোদনময় নাটিকার মাধ্যমে পুরো ক্যাম্পাস আনন্দময় করে তুলে।
এছাড়াও এই অনুষ্ঠানে মেধাভিত্তিক প্রতিটি শ্রেণি থেকে ৩ জন শিক্ষার্থীকে পুরুষ্কৃত করা হয় এবং ৪৫ জন শিক্ষার্থীকে কোরআন, আমপারা ও কায়দা ছবক দেওয়া হয়। যা ছিলো উক্ত প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সফলতা, কেননা রায়পুর বর্ণমালা একাডেমি আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও কোরআন শিক্ষার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
রায়পুর বর্ণমালা একাডেমির এই অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা: রাশেদুন্নবী হাসান, ডা: নাহিদ আক্তার (মিতু), ডাঃ নজরুল ইসলাম প্রতিষ্ঠানটির মানসম্মত পাঠদান কৌশলগত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এর সফলতা কামনা করেন।
এছাড়াও রায়পুর বর্ণমালা একাডেমির পরিচালনা পর্ষদের জিয়াউল্লা মামুন বলেন,রায়পুর বর্ণমালা একাডেমী’র সার্বিক উন্নয়নে সবসময় পাশে আছি ও থাকবো। স্কুল শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা করা দরকার তাই করবো। এব্যাপারে তিনি অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।