লক্ষ্মীপুর প্রতিনিধি: রাষ্ট্রের মুলধারার তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশ গ্রহণ নিশ্চিত করন, এই প্রতিবাদ্যকে সামনে রেখে, নানা আয়োজনে মধ্যদিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেরহয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সিভিল সার্জেন ডাঃ আহাম্মেদ কবির, সনাক সভাপতি জেড.এম. ফারুকী, সনাক সহ-সভাপতি আবুল মোবারক ভুঁইয়া, সনাক সদস্য রফিকুল আহসান,জেমস্ এনজিওর সমন্বয়ক রাসেদুল হামিদসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জনস্বার্থে বাংলাদেশে যতগুলো আইন পাশ হয়েছে, তার মধ্যে তথ্য অধিকার আইন-২০০৯ অন্যতম। উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি।
আর এই দুর্নীতিকে রুখতে তথ্য অধিকার আইন-২০০৯ অন্যতম হাতিয়ার। প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন-২০০৯ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এখনও এই আইন সম্পর্কে বেশিরভাগ মানুষ জানেন না। বিশেষ করে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনসাধারণের মধ্যে ধারণা নেই বললেই চলে। তাই এই আইনের ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর আহ্বানও জানান বক্তারা।