নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর ছাত্র ছাত্রীদের জন্য নব নির্মিত শহীদ মিনার উদ্বোধ করেন পৌর সভার জননন্দিতি মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া ১১ জুলাই বৃহসপতিবার সকলা ১০ ঘটিকার সময় পৌরসভার ১৫ নং ওয়ার্ড দক্ষিন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারটি উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড কাউন্সেলর রাকিব হাসান রাজিব, প্রধান শিক্ষক ঝর্ণনা রানী বর্মা, স্কুল কমিটির সভাপতি এফ এম নাজমুল করিম খান, সাবেক সভাপতি এড. লিটনসহ অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। জানতে চাইলে মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন স্কুলের অভিভাক,শিক্ষক ছাত ছাত্রী ও কতৃপক্ষের বহুদিনের দাবি ছিল একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা। তাই স্কুলের সুবিধার্থে পৌর অর্থায়ানে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষে আজ শহীদ মিনারটি উদ্বোধ করা হয়েছে। এর আগে পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন অত্র স্কুলের অভিভাক শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ গণ।