নিজস্ব প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর গ্রামে মঙ্গলবার ( ১৩ মে ) রাত ৮টায় তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে কালুপুর পোলের গোড়া সংলগ্ন এমদাউল্লাহ কারী সাহেবের বাড়িতে।
নিহতের স্বামী আবদুল মন্নান বলেন, আমি আর আমার স্ত্রী এক ঘরে থাকি। এশার নামাজ পড়তে গেলে এরমধ্যে ঘরে কে বা কারা ঢুকে আমার স্ত্রীকে হত্যা করে স্বর্ন গয়না নিয়ে চলে যায়। আমার স্ত্রীর সাথে কারো শত্রুতাও নেই।
পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা কী কারণে তাজিয়ে বেগমকে হত্যা করেছেন তা এখনও জানা যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে করা হবে