রামগতি প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি চর আবদুল্যা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের বিরুদ্ধে আশ্রয়ান প্রকল্পের ২টি ঘর দখলের অভিযোগ। এ ঘটনায় লক্ষ্মীপূর জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ করেন ইউপি সদস্য আবদুল হান্নান।
জেলার রামগতি উপজেলার চর আবদুল্যা ইউনিয়নের চরগজারিয়া তেলির চরের চেয়ারম্যান বাজারের পাশে ইউপি সদস্য আবদুল মতিনের বসত ঘরটি মজিব বর্ষের গৃহহীনদের ঘর। এখানে দুটি ঘরকে একটি ঘরে পরিণত করেন তিনি। ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার তিনি।
রবিবার (৪ জানুয়ারী) ইউপি সদস্যের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা তৎকালীন ক্ষমতার প্রভাবে আশ্রয়ান প্রকল্পের দুটি ঘর দখল নিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। তার ছেলে মাকছুদ পাশ্বর্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষ দখল নিয়ে বিভিন্ন মালামাল সংরক্ষন করেছে। এছাড়া এলাকাবাসির অভিযোগ, স্থানীয় টিপু সুলতান মাধ্যমিক বিদ্যালয়ে গরু-ছাগল বেঁধে ময়লার ভাগাড়ে পরিণত করছেন তারা। ফলে অযত্নে অবহেলায় বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। দূর্গম চরে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে হাজারে শিক্ষার্থী। এসব অনিয়মের বিষয় জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুল হান্নান মেম্বার।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবদুল মতিন জানান, ইউএনও’র অনুমতি নিয়ে ঘর উত্তোলন করে দু’টি ঘরে বসবাস করছেন পরিবার নিয়ে। এ ছাড়া স্থানীয়রা গরু-ছাগল বাঁধার কারণে মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক, জেপি দেওয়ান জানান, শিক্ষা প্রতিষ্ঠানে গরু-ছাগলের বিচরন কোনভাবে কাম্য নয়, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ে স্থায়ী ভাবে শিক্ষক নিয়োগের উদ্যেগ গ্রহন করা হবে। সরকারী ঘর যার জমি নেই ভুমিহীন তিনি পাবেন। এছাড়া একজনে একাধিক ঘর পাওয়ার সুযোগ নেই। এ ব্যপারে ইউএনওকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।