রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর জামায়াতের কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ৩ঘটিকার সময় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর পৌর শাখার আমীর হাফেজ মাও: ফজলুল করিম ভূঁইয়ার সভাপতিত্ত্বে সম্মেলনে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাধারণ সম্পাদক (বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন) এ্যাড.আতিকুর রহমান,এ্যাড. নাজির আহাম্মেদ,সরদার ছৈয়দ আহাম্মেদ,অধ্যাপক মনির আহাম্মেদ,এ্যাড.কামাল উদ্দিন,মমিন উদ্দিন আহাম্মেদ পাটাঃসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে লুটেপুটে খাওয়ার জন্য, আর ভারত স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে বাংলাদেশে আধিপত্য বিস্তারের জন্য। এসময় নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গঠণে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্তকে সহযোগীতা করার জন্য উদাত্ত আহ্বান জানান।