নিজস্ব প্রতিনিধি : এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশেতো আওয়ামী লীগ নেই, এখন লুটপাট ও দখল করে কারা? তারা কি ভারত থেকে এসেছে? না কি আসমান থেকে ফেরেস্তা এসেছে?
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আমার বাংলাদেশ পার্টি (এবি.পার্টি) ব্যানারে ‘রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ গণ-সমাবেশে যোগ দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভোট প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ সমালোচনা করে বলেন, বারবার চোর,ডাকাত যে নির্বাচিত হয়, তাদের ভোট দেয় কারা? ফেরেস্তা এসে কি ভোট দেয়? ১,২ ও ৩ হাজার টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হয়। এরপর সেই টাকা চুরি করে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। রাজনীতির ধারা পরিবর্তন করতে হলে বিকাশ নগদের রাজনৈতিক বেরিয়ে আসতে হবে।
গণ সমাবেশ উপস্থিত ছিলেন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল্লা, কেন্দ্রিয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, চট্রগ্রাম মহানগরের যুগ্ন-আহবায়ক সিদ্দিকুর রহমান, সমন্বয়ক আরিফ হোসেন, যুব পার্টির আহবায়ক শাহাদত উল্লা টুটুলসহ প্রমুখ।