নিজস্ব প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৫৪তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এরপর পর্যায়ক্রমে বিজয় চত্বরে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা।
এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে তবে এইবার লক্ষ্মীপুরে হচ্ছে না শারীরিক কুচকাওয়াজ। অন্যদিকে দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুর জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়রা,জেলা আইনজীবী সমিতিরসহ কয়েকটি সংগঠন।