বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

পাওনা টাকার নামে মিথ্যা মামলাদিয়ে হয়রানির অভিযোগ কিরনের বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারীর হাট ইউনিয়ন ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো:সফিক(৬৫)এর ছেলে ও খায়েরহাট বাজারের মুদি দোকান ব্যবসায়ী মোশারফ হোসেন কিরন(৩০)এর পাওনা টাকার নামে প্রতারণা ও মিথ্যা মামলার স্বীকার হয়ে কমলনগর উপজেলার কয়েকটি পরিবার আর্থিক ও মানষিক ভাবে জর্জরিত হবার অভিযোগ পাওয়া যায়।

এলাবাসী ও ভুক্তভোগীগনের তথ্য মতে জানা যায়,মোশারফ হোসেন কিরন পুর্বেও অনেকের বিরুদ্ধে পাওনা টাকার অজুহাতে স্বাক্ষর জালিয়াতি করে স্টাম্পে বসিয়ে অনেক গুলো পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
বর্তমানে মোশারফ হোসেন কিরনের প্রতারণা ও মিথ্যা মামলার শিকার ০৪(চার)জন।
ভুক্তভোগী আলতাব হোসেন হাজিরহাট বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী মেসার্স রাইস এজেন্সির স্বত্বাধিকারী ০৫নং চর ফলকন ইউনিয়ন ০২নং ওয়ার্ড এর বাসীন্দা আব্দুর রব এর ছেলে মোহাম্মদ আক্তার হোসেন(৩৫)। সে মোশারফ হোসেন কিরন এর মুদি দোকানে চাউল বাকি দেওয়া পাওনা টাকা চাইলে মোশারফ হোসেন কিরন উলটো ১০(দশ)লক্ষ টাকা পাওনা দাবি করে মোহাম্মদ আক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। পরে মোহাম্মদ আক্তার হোসেন মোশারফ হোসেন কিরনকে আসামি করে মিথ্যা মামলার বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রামগতি অঞ্চল, লক্ষ্মীপুরে মামলা করে,যার সি,আর-৮০৭/২৪। মোশারফ হোসেন কিরন এর আরেক মিথ্যা মামলার শিকার ২য় ভুক্তভোগী পাটোয়ারীরহাট ইউনিয়ন ০৮নং ওয়ার্ডের বাসীন্দা মো:হারুন পাটোয়ারী। তার বিরুদ্ধে ০৫(পাচ)লক্ষ টাকা দাবি করে মিথ্যা মামলা দেওয়া হয়। ৩য় ভুক্তভোগী চর ফলকন ইউনিয়ন ০২নং ওয়ার্ড এর বাসীন্দা মুক্তিযোদ্ধা মৃত মরহুম আনিসুল হক এর ২য় ছেলে সংবাদ কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ী মো:আব্বাস উদ্দিন(৪৫) এর বিরুদ্ধে টাকা দাবি করে মিথ্যা মামলা দেওয়া হয়।
এ ব্যপারে ভুক্তভোগী আব্বাস উদ্দিন বলেন। সে তার মালিকানাধীন ছোট ফিকাপ গাড়ি মোশারফ হোসেন কিরন এর নিকট মাসিক ৩০,০০০/টাকা ভাড়ায় দেওয়া হয়। উক্ত গাড়ি ব্যাপারে চুক্তিপত্র করার জন্য হাজিরহাট বাজারের বিনা বাবুর নিকট একটি স্বাক্ষরিত স্টাম্প রাখা হয়। স্টাম্প বাহক বিনা বাবুর স্বীকারোক্তি অনুযায়ী মোশারফ হোসেন কিরন বিনা বাবুর নিকট এসে দেখার কথা বলে স্টাম্পটি নিয়ে কৌশলে সে স্থান ত্যাগ করে। চুক্তিপত্র লিখতে দেওয়া স্বাক্ষরিত স্টাম্প দিয়ে মো:আব্বাস উদ্দিন এর বিরুদ্ধে প্রতারণামূলক পাওনা টাকা দাবি করে মামলা দেওয়া হয়।

এ ব্যপারে স্টাম্প লিখক পাটোয়ারীর হাট ইউনিয়ন এর মহরি আমির হোসেন একই ইউনিয়ন এর বিএনপি নেতা,মো:নিরব তালুকদার, হাজিরহাট বাজারের ব্যবসায়ী রিয়াজসহ উপস্থিত কয়েক জনের নিকট বলেন, স্টাম্প লেখার সময় কারো স্বাক্ষর স্টাম্পে ছিলোনা। এমনকি ২য়পক্ষ ও সাক্ষীগনের কেউ উপস্থিত ছিলোনা।মোশারফ হোসেন কিরনের প্রতারণা ও মিথ্যা মামলার বিরুদ্ধে ভুক্তভোগী মো:আব্বাস উদ্দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল কমলনগর, লক্ষ্মীপুর। মামলা নং-২২২/২৪ ও ৭৮২/২০২৪ ইং ০২(দুই)টি মামলা দায়ের করেন। এ ছাড়া মোশারফ হোসেন কিরন এর বিরুদ্ধে ৪তুর্থ ভুক্তভোগী চৌমুহনীর বিশিষ্ট আরদ মালীক বেলাল হোসেন বাবলুর পাওনা টাকা দাবি করলে অস্বীকার করায় সেনাবাহিনীর নিকট মোশারফ হোসেন কিরন এর বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

বিশেষ অনুসন্ধানে এলাকাবাসীর নিকট থেকে জানা যায়, মোশারফ হোসেন কিরন এর প্রতারণামুলক সকল কাজের আড়ালে স্থানীয় রাজনৈতিক নেতা এবং তার শশুর নিরব মুন্সীর সহযোগিতা রয়েছে । নিরব মুন্সী পড়া-লেখা তেমন নেই। কিন্তু তিনি ক্ষনিকের মধ্যে এক নজর দেখলেই যে কারো স্বাক্ষর জাল করার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। এ জন্য যত গুলো প্রতারণা ও মিথ্যা মামলা করা হয়েছে। নিরব মুন্সী তার জামাই মোশারফ হোসেন কিরন এর প্রতিবেশী কখনো মুদি দোকানের কাস্টমার সেজে ছেলে,ভাতিজা সকলকে নিয়ে প্রতিটি মামলার প্রত্যক্ষ সাক্ষী হয়ে থাকে।

এ ব্যপারে মোশারফ হোসেন কিরন  মোবাইল ফোনে জানান,, অমি কোন প্রতারনা ও মিথ্যা মামলা করি নাই,  আমি তাদের কাছে টাকা পাবো,  তাই আমি তাদের কাছে প্রতরানা শিকার। এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি তারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রবাকান্ড চালাচ্ছে।

ভুক্তভোগীগন এবং এলাকাবাসীর পক্ষ থেকে আগামি দিনে প্রতারণা ও মিথ্যা মামলার থেকে নিরিহ এলাকাবাসীকে বাচাতে জরুরি ভিত্তিতে মোশারফ হোসেন কিরন এর বাড়ি এবং মুদি দোকানে যৌথ বাহিনীর তল্যাশী অভিযান পরিচালনা করে তার সাথে জড়িত প্রতারক চক্রের সকলকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
কপিরাইট © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102