Dhaka , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ খরছি জাল দখল মুক্ত করতে অভিযান মৎস্য কর্মকর্তার

  • Reporter Name
  • Update Time : ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ২৫ Time View

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অবৈক খরছি জালে মেঘনা দখল, জীবিকা সংকটে সাধারণ জেলেরা শিরোনামে প্রিন্ট পত্রিকা দৈনিক হ্যাপি টাইমস ভোরের খবর, সময়ের আলো,নতুন সময় ও অনলাইন নিউজ পোর্টাল ইউথ টেলিভিশন, দর্পন২৪ ডট নেট,প্রয়াস নিউজ এ নিউজ হওয়ার পর মেঘনাকে অবৈধ খরছি জালে দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেন, কমলনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা।

শনিবার (০৯নবেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করে।

এ সময় নদীতে অবৈধ খরছি জাল দিয়ে মেঘনা দখলবাজ জেলেরা জাল নিয়ে পালিয়ে যাওয়ায় কোন খরছি জাল জব্দ করা যায়নি, তবে নদিতে পুতে রাখা প্রায় ১৫০(একশত পঞ্চাশ)টি খুটি অপসারণ করা হয়।

এ ব্যাপারে কমলনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, যতক্ষণ পর্যন্ত অবৈধ খরছি জালে মেঘনা দখল মুক্ত না হয় অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

অবৈধ খরছি জাল দখল মুক্ত করতে অভিযান মৎস্য কর্মকর্তার

Update Time : ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অবৈক খরছি জালে মেঘনা দখল, জীবিকা সংকটে সাধারণ জেলেরা শিরোনামে প্রিন্ট পত্রিকা দৈনিক হ্যাপি টাইমস ভোরের খবর, সময়ের আলো,নতুন সময় ও অনলাইন নিউজ পোর্টাল ইউথ টেলিভিশন, দর্পন২৪ ডট নেট,প্রয়াস নিউজ এ নিউজ হওয়ার পর মেঘনাকে অবৈধ খরছি জালে দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেন, কমলনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা।

শনিবার (০৯নবেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করে।

এ সময় নদীতে অবৈধ খরছি জাল দিয়ে মেঘনা দখলবাজ জেলেরা জাল নিয়ে পালিয়ে যাওয়ায় কোন খরছি জাল জব্দ করা যায়নি, তবে নদিতে পুতে রাখা প্রায় ১৫০(একশত পঞ্চাশ)টি খুটি অপসারণ করা হয়।

এ ব্যাপারে কমলনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, যতক্ষণ পর্যন্ত অবৈধ খরছি জালে মেঘনা দখল মুক্ত না হয় অভিযান অব্যাহত থাকবে।