লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা-পাল্টা হামলায় নারীসহ দুই পক্ষের চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১ নভেম্বর) বেলা পৌনে ২ টার দিকে সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পিয়ারপুর গ্রামের মৃত মো: হোসেনের ছেলে মো: সোহেল (৩৬), মো: শাহিন (৩০), তার বোন তুহিন (৩৩) এবং প্রতিপক্ষের মো: আব্দুল খালেক রিপন (৩২)।
স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় মো; আব্দুল রাজ্জাক গংদের সাথে মো: সোহেল গংদের পূর্ব বিরোধ চলছিল। ঘটনার সময় রাজ্জাক, আজিম, রিমন, নোমান, রিপন, খোকন সহ কয়েকজনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল গংদের উপর হামলা করে বলে অভিযোগ আছে। পরে তারা পাল্টা হামলা করলে দুপক্ষের ৪ জন আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আহত মো: সোহেল বলেন, এ ঘটনার আগেও তারা আমাদের উপর হামলা করেছিল। ওই হামলার ঘটনায় আমাদেরকে জেলে যেতে হয়েছে। এখন সেই পূর্ব শত্রুতার জের ধরে আবার হামলা করেছে। আমারা এর সুষ্ঠ বিচার চাই।
আরেক আহত আব্দুল খালেক বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
সদর থানার ওসি আব্দুল মুন্নাফ বলেন, এবিষয়ে এখনো থানায় কোন অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।