Dhaka , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আনন্দ টিভির,বহিস্কৃত ডিএনই কর্তৃক এইচ,আর (এড‌মিন)কে হুম‌কি, থানায় জিডি লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত আসামি ধরাছোঁয়ার বাইরে থেকে বাদিনীকে হুমকি অর্থ ও নারী কেলেঙ্কারির অভিযোগে আনন্দ টিভি থেকে বরখাস্ত হলেন ‘প্রশান্ত’ গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না এটা আইন ভাঙার জন্য হয়:ফরহাদ মজহার লক্ষ্মীপুরে গুলীবিদ্ধ আমিনার শয্যাপাশে জামায়াত নেতা :ড.রেজাউল লক্ষ্মীপুরে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ শহিদদের রক্তের বদলা নিতে ‘যে অঙ্গীকার’ করলেন শিবির সভাপতি আ.লীগ নিষিদ্ধে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না : মাহফুজ আলম বাংলাদেশেকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে: এ্যানি বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে-আবু হেনা মোরশেদ

  • Reporter Name
  • Update Time : ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিনিধি; উৎপাদন ক্ষমতা যে দেশে বেশি, তাদের উন্নতিও বেশি। এজন্য প্রয়োজন তরুন জনসংখ্যা’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিভাগের (পল্লী উন্নয়ন ও সমবায়) মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান।

বিশ্বব্যাংক ও জাতি সংঘের বরাত দিয়ে তিনি বলেন, যে দেশে ১৫ থেকে ৩৫ বছর বয়সের জনসংখ্যার পরিমান ২৭ শতাংশ হবে। সে দেশ উন্নতি করবেই। সে হিসেবে বাংলাদেশে ১৫ থেকে ৩৫ বছর বয়সের জনসংখ্যার পরিমাণ ৩১ শতাংশ। এ জনসংখ্যাকে জনশক্তি ও সম্পদে পরিণত করতে হবে।

শনিবার (১৩ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে দিনব্যাপী আয়োজিত আইসিটি প্রোগ্রামিং ও ল্যাংগুয়েজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য উল্ল্যেখ করে তিনি বলেন, ৭১ সালের দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মাথাপিছু আয় ছিলো মাত্র ৯০ ডলার। বর্তমানে বাংলাদেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৭৯২ মার্কিন ডলার। একসময় মানুষ ছেলে-মেয়েদের খেতে পারতো না, পড়াতে পারতো না। বর্তমান সময়ে আমরা দু বেলা খেতে পারছি। ছেলে মেয়েরাও পড়তে যায়। আমরা এখন উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়, তার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়বো।

এলজিইডির সচিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট দেশে গড়তে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আইসিটি সম্পর্কে জানতে হবে। পাশাপাশি ভালো ইংরেজি জানতে হবে। তাহলে তোমরা তোমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে। এখন অনেকেই আমার কাছে অনেককিছু আবদার করে নিজেদের জেলার উন্নয়নের জন্য। তেমনি একসময় তোমাদের কাছে সবাই আবদার করবে।

এসময় সচিব শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, সাইবার ক্রাইম সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি তোমরা ফেসবুক ও টিকটকে ছবি অথবা ভিডিও আপলোড করো। তোমাদের সতর্ক হতে হবে। এ ফেসবুক-টিকটকের কারণে তোমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এজন্য কোনকিছু আপলোড করার আগে ভেবেচিন্তে আপলোড করাই ভালো। পরিবর্তীত বিশ্বে তরুন তরুনীদেরকে আইসিটি সম্পর্কে বেশী বেশী জেনে নিজেদেরকে অধিক মূল্যবান করে গড়ে তোলার আহবান জানান এ সচিব।

লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সংগঠনটির সভাপতি হোসাইন আহমেদ হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, মেহের নিগার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ।

কর্মশালা শেষে বিভিন্ন প্রশ্নত্তোর পর্বে বিজয়ী ১০ জন ছাত্র ছাত্রীকে পুরস্কার ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

আনন্দ টিভির,বহিস্কৃত ডিএনই কর্তৃক এইচ,আর (এড‌মিন)কে হুম‌কি, থানায় জিডি

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে-আবু হেনা মোরশেদ

Update Time : ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিনিধি; উৎপাদন ক্ষমতা যে দেশে বেশি, তাদের উন্নতিও বেশি। এজন্য প্রয়োজন তরুন জনসংখ্যা’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিভাগের (পল্লী উন্নয়ন ও সমবায়) মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান।

বিশ্বব্যাংক ও জাতি সংঘের বরাত দিয়ে তিনি বলেন, যে দেশে ১৫ থেকে ৩৫ বছর বয়সের জনসংখ্যার পরিমান ২৭ শতাংশ হবে। সে দেশ উন্নতি করবেই। সে হিসেবে বাংলাদেশে ১৫ থেকে ৩৫ বছর বয়সের জনসংখ্যার পরিমাণ ৩১ শতাংশ। এ জনসংখ্যাকে জনশক্তি ও সম্পদে পরিণত করতে হবে।

শনিবার (১৩ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে দিনব্যাপী আয়োজিত আইসিটি প্রোগ্রামিং ও ল্যাংগুয়েজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য উল্ল্যেখ করে তিনি বলেন, ৭১ সালের দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মাথাপিছু আয় ছিলো মাত্র ৯০ ডলার। বর্তমানে বাংলাদেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৭৯২ মার্কিন ডলার। একসময় মানুষ ছেলে-মেয়েদের খেতে পারতো না, পড়াতে পারতো না। বর্তমান সময়ে আমরা দু বেলা খেতে পারছি। ছেলে মেয়েরাও পড়তে যায়। আমরা এখন উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়, তার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়বো।

এলজিইডির সচিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট দেশে গড়তে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আইসিটি সম্পর্কে জানতে হবে। পাশাপাশি ভালো ইংরেজি জানতে হবে। তাহলে তোমরা তোমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে। এখন অনেকেই আমার কাছে অনেককিছু আবদার করে নিজেদের জেলার উন্নয়নের জন্য। তেমনি একসময় তোমাদের কাছে সবাই আবদার করবে।

এসময় সচিব শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, সাইবার ক্রাইম সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি তোমরা ফেসবুক ও টিকটকে ছবি অথবা ভিডিও আপলোড করো। তোমাদের সতর্ক হতে হবে। এ ফেসবুক-টিকটকের কারণে তোমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এজন্য কোনকিছু আপলোড করার আগে ভেবেচিন্তে আপলোড করাই ভালো। পরিবর্তীত বিশ্বে তরুন তরুনীদেরকে আইসিটি সম্পর্কে বেশী বেশী জেনে নিজেদেরকে অধিক মূল্যবান করে গড়ে তোলার আহবান জানান এ সচিব।

লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সংগঠনটির সভাপতি হোসাইন আহমেদ হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, মেহের নিগার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ।

কর্মশালা শেষে বিভিন্ন প্রশ্নত্তোর পর্বে বিজয়ী ১০ জন ছাত্র ছাত্রীকে পুরস্কার ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।