বিএম সাগর লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু বিজয় সুনিশ্চিত করতে শপথ নিয়েছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মজন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় নৌকাকে বিজয়ী করতে শপথ নেয় তারা। সবাইকে শপথ করান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু,সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি,পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু সহ আগে অনেকে।
প্রসঙ্গত :
গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু ছাড়াও আরো তিন জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন জাতীয় পার্টির মোঃ রাকিব হোসেন, জাকের পার্টির শামছুল করিম খোকন ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।