নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুন্ন নবী সোহেল চৌধুরীর উদ্যোগে ‘সচেতন মা,নিরাপদ দেশ ও পরিবার’ শীর্ষক মা সমাবেশ এবং ডেঙ্গু সচেতনতায় শতাধিক নারীর মাঝে লিফলেট, মশারী ও মশার কয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশ আয়োজন করেন- আরজু মনি অক্সিজেন ব্যাংক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা,লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল-নাহিয়ানসহ আরো অনেকে।
বক্তরা বলেন- নারীদের সকল সুযোগ-সুবিধা দিয়েছে,শেখ হাসিনা সরকার। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে। এখন সবাইকে সচেতন হতে হবে। শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে রাখার আহ্বান করেন বক্তরা।