মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে এলেভেন কেয়ার স্কুলে ‘অন্ত ফুটবল টুর্নামেন্ট’ খেলার শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
মেয়র মাসুম, জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় হাসান মাহমুদের প্রশংসা করে বলেন-হাসান মাহমুদ লক্ষ্মীপুরের কৃতি সন্তান। আজ সেই দেশের হয়ে ভালো বোলিং করছে খেলার মাঠে। সারাবিশ্বের ক্রিকেট প্রেমিরা এখন হাসান মাহমুদকে বাংলাদেশের খেলোয়াড় বলে আর আমরা বলি আমাদের লক্ষ্মী সন্তান। তার জন্য আমরা লক্ষ্মীপুরবাসী গর্বিত। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মেয়র মাসুম বলেন, তোমাদের আজকের খেলা দেখে সত্যিই আমি মুগ্ধ। তোমরা অনেক ভালো ফুটবল খেলতে পারো। একটি মাঠে দুইটি দল ভালো খেলে। একসময় দেখা যায় হঠাৎ এক দল গোল দিয়ে বিজয়ী হয়। এতে করে মন খারাপের কিছুই নেই। তোমরাও একদিন বিজয়ী হবে। তোমাদের মেধা ও স্বাস্থ্য ঠিক রাখতে হলে, পড়ালেখার সময় পড়ালেখা করতে হবে। খেলাধুলার সময়, খেলাধুলা করতে হবে। তাহলে তোমরা একদিন আলোকিত মানুষ হবে। স্কুল আসা-যাওয়ার সময় সর্তক ভাবে পথ চলাচল করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন মেয়র।
এলেভেন কেয়ার স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রুবেল হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাজু আহম্মেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক রেদওয়ান হোসেন, হারুন অর-রশীদ, হেফজুল্লাহ নাহিদ, কামরুল হাসান হৃদয়, আব্দুর রহমান, জাহিদ হোসেন, এমরান হোসেন, নাজিয়া সুলতানা, সালমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, ইয়াছমিন আক্তার, শারমিন সুলতানা, রেবেকা সুলতানা, ফাতেমা বেগম, পলি রানী দাস, সানজিদা রহিম, আকলিমা শারমিন, ইসরাত ফেরদৌস, ইশরাত জাহান সালমা, তাহমিনা আক্তার, এস এম মেহজাবীন মেমী ও কাশফিয়া আলম তুন্নাসহ প্রমুখ।