২৮/০৫/২০২০ ইং লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দোকান ভাড়া নিয়ে , মার্কেট মালিকের নামে মিথ্যা মামলা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন এর কালভৈরব বাজার খালেক সুপার মার্কেট এলাকায় অবস্থিত প্রকাশ্যে মোঃ ফারুক মিয়া পিতা মোঃ আওলাদ হোসেন সং- শ্রীখাতা খোদরপাড়া লাটি সোটা দিয়ে ত্রাস সৃষ্টি করে অবৈধভাবে ২ টি দোকান ভাড়া না দেয়ার চেষ্টা করে অভিযোগ পাওয়া গেছে। পরে নিজেদের দোষ আড়াল করতে উল্টো দোকান মালিক মোঃ আল আমিন দুলু ও খাইরুল বাসার পিতা দুজনের পিতা মোঃ আব্দুল খালেক এর নামে মিথ্যা মামলা দায়ের করেছেন অবৈধ ভারাটিয়া মোঃ ফারুক মিয়া। তাকে সহায়তা করেছেন নগরীর কিছু চিহ্নিত সন্ত্রাসী ও কতিপয় ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় অবৈধ দখলদার ভারা পর্যন্ত দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে মোঃ ফারুক মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন মার্কেট মালিক মোঃ আল আমিন দুলু। এ বিষয়ে মার্কেট মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আল আমিন দুলু অভিযোগ করে আরও বলেন, মোঃ ফারুক মিয়া আমার ভাড়াটিয়া , সে অবৈধ ভাবে জামানত ছাড়া প্রায় ২৯ মাস মাসের মাসিক ভাড়া পযন্ত বন্ধ করে দিয়েছে ও দখলদার, অনুপ্রবেশকারী এবং মার্কেটে বিশৃংখলা সৃষ্টিকারী। তিনি বহিরাগত সন্ত্রাসী ডেকে এনে আমার মার্কেটের বিভিন্ন স্থানে ভাংচুর করে জোরপূর্বক দখল করেছেন এবং ছোট ভাই খাইরুল বাসায় ভারা চাইতে গেলে তাকে অবন্ছিত ভাষায় গালি গালাজ করে এর প্রতি উত্তর দিতে গেলে, তাকে লোহার রট ও লাটি দিয়ে মারধোর করে সে বর্তমানে কালীগঞ্জ মেডিকেল এ ভার্তি রেজিষ্ট্রেশন নাম্বার ৪২৬৫/০২। আমাকে বেকায়দায় ফেলতে এবং আমি যেন তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নিতে না পারি সে জন্য আমার নামে উল্টো একটি চুরি ও মারধরের মিথ্যা অভিযোগ এনে থানায় আলাদা মামলা করেছেন।’ কালীগঞ্জ থানায় অভিযোগ প্রেরণ করলেও পুলিশ তার অভিযোগ আমলে নিয়ে এস আই তুসার ঘটনা স্থলে যায় এবং দুপক্ষের সংশোধন করার কথা তিনি জানান।
শিরোনাম :
লক্ষ্মীপুর বিজ্ঞান মেলার উদ্বোধন
লক্ষীপুরে বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা
লক্ষ্মীপুর মাদরাসার টয়লেটে থেকে শিশুর মরদেহ উদ্ধার,অটক -১
কমলনগরে শিক্ষার্থীদের মানববন্ধন
দুই দফা না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি লক্ষ্মীপুর আদালতের কর্মচারীদের
কমলনগরে খাল দখল করে দোকানঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় কৃষক; কোটি কোটি টাকা লোকসান
লক্ষ্মীপুরে ইউনিয়ন বিভক্তির দাবিতে ফুুঁসে উঠেছে জনগণ
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবসের বর্ণাঢ্য র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত
কমলনগরে অপহরণকৃত স্কুলছাত্রীর লাইভ নিয়ে নানা প্রশ্ন
কালীগঞ্জে দোকান ভাড়া নিয়ে , মার্কেট মালিকের নামে মিথ্যা মামলা মারধর
-
Reporter Name
- Update Time : ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- ১৫৭ Time View
Tag :
আলোচিত