নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রান্না করা খাবার (বিরিয়ানি) নিয়ে হাসপাতালের ভর্তি রোগীদের খোঁজ-খবর নিতে ছুটে গেলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে ঝড় বৃষ্টি উপক্ষাকরে জেলা সদর হাসপাতালে মেয়র মাসুম তার ব্যক্তিগত উদ্যোগে রোগী ও স্বজনদের মাঝে বিরিয়ানি প্যাকেট বিতরণ করতে দেখা যায়। এসময় অনেকের সাথে কুশল বিনিময় করতেও দেখা যায় হাসপাতালে থাকা লোক জনের সঙ্গে।
জানতে চাইলে হ্যাপী টাইমসকে মেয়র বলেন, তিনি চেষ্টা করেন প্রতিটি ঈদের দিন হাসপাতালে এসে রোগীদের খোঁজখবর নিতে। পাশাপাশি এক বেলা খাবার বিতরণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন মেয়র ।
মেয়র আরও বলেন, দেখা যাচ্ছে অনেক রোগী দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের লোকজন দূর থেকে আসা যাওয়া করতে অনেক সময় লাগে। তাই এসব রোগীদের কথা চিন্তা করে তাদের সাথে কুশল বিনিময় ও এক বেলা খাবার বিতরণ করি । এসময় হাসপাতালে থাকা সকল রোগীর ও স্বজনদের মাঝে বিরিয়ানি বিতরণ করেন । এর আগে পৌর এলাকায় অসহায় পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ করেন পৌর মেয়র মাসুম ভুঁইয়া। এসময় হাসপাতালে থাকা অসুস্থ্য রোগী ও স্বজনেরা মেয়রকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন।