Dhaka , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আনন্দ টিভির,বহিস্কৃত ডিএনই কর্তৃক এইচ,আর (এড‌মিন)কে হুম‌কি, থানায় জিডি লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত আসামি ধরাছোঁয়ার বাইরে থেকে বাদিনীকে হুমকি অর্থ ও নারী কেলেঙ্কারির অভিযোগে আনন্দ টিভি থেকে বরখাস্ত হলেন ‘প্রশান্ত’ গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না এটা আইন ভাঙার জন্য হয়:ফরহাদ মজহার লক্ষ্মীপুরে গুলীবিদ্ধ আমিনার শয্যাপাশে জামায়াত নেতা :ড.রেজাউল লক্ষ্মীপুরে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ শহিদদের রক্তের বদলা নিতে ‘যে অঙ্গীকার’ করলেন শিবির সভাপতি আ.লীগ নিষিদ্ধে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না : মাহফুজ আলম বাংলাদেশেকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে: এ্যানি বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ

লক্ষ্মীপুর সদর উপজেলা ১৯ টি স্থানে বসবে কোরবানির পশুর হাট

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ১১৯ Time View

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা কে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯ টি স্থানে বসবে অস্থায়ী কোরবানির পশুর হাট। লক্ষ্মীপুর সদর উপজেলা সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুর সদরের ১৯ টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এই হাট গুলোতে প্রতিদিন বিক্রি হবে বিভিন্ন জাতের গরু,ছাগল ও মহিষ সহ সকল ধরনের পশু। আশাপাশের অঞ্চলের বড়, ছোট, মাঝারি সাইজের বিভিন্ন ফার্মে লালানপালন করা ও দেশি গরু থাকলেও বাজারে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। বুধবার (২১জুন) লক্ষ্মীপুর উপজেলা পরিষদের সূত্রে জানা যাই, এইবার ১৯ জায়গায় অস্থায়ী গরুর হাটের অনুমতি দেওয়া হয়েছে ।
হাট গুলো হচ্ছে ১ নং উত্তর হামছাদি ইউনিয়ন এর বিজয়নগর মিঝি বাড়ী সংলগ্ন মাঠ, দালাল বাজার ইউনিয়ন এর কামানখোলা বাজার সংলগ্ন মাঠ ও দালাল বাজার হজল চৌধুরীর বাড়ীর সামনে, ০৫ নং পাবর্তীনগর ইউনিয়ন পরিষদের সোনাপুর সমবায় মার্কেট সংলগ্ন খোলা মাঠ, ০৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের জকসিন বাজারের উত্তরে নুরুল আমিন মাঝির ব্রিক ফিল্ড, ০৭ নং বশিকপুর ইউনিয়ন পরিষদের পোদ্দার বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠ ও নাগের হাট গরুর বাজার, ০৮ নং দত্ত পাড়া ইউনিয়ন পরিষদের মোল্লার হাট বাজারের মসজিদ মাঠ, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের কামারহাট বাজার এর পূর্ব পাশে খোলা মাঠে,১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে হাটখোলা বাড়ীর সামনের মাঠ, ১৩ নং দিঘলী ইউনিয়নন পরিষদের দিঘলী বাজার সংলগ্ন খোলা মাঠে,১৪ নং মান্দারী ইউনিয়নন পরিষদের আমিনবাজার সংলগ্ন বেড়ি বাধেঁর উপর, বট তলী বাজার , ১১ ন ং হাজির পাড়া ইউনিয়ন , ১৫ নং নাহারকান্দি ইউনিয়নন পরিষদের কুতুবপুর হাদু কোম্পানির ব্রিকফিল্ড মাঠ, ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নন পরিষদের ভবানীগঞ্জ বাজারের পূর্ব পাশে বাজারের খোলা মাঠে, ২০ নং চর রমনী মোহন ইউনিয়নন পরিষদের মজু চৌধুরীর হাট বাজার সংলগ্ন মাঠে ও করাতির হাট বাজার সংলগ্ন মাঠে,২১ নং টুমচর ইউনিয়নন পরিষদের টুমচর বাজার সংলগ্ন রাস্তার পাশে। বাজার কর্তৃপক্ষ জানান, প্রতিবছর আমরা বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু কিনতে আসা ক্রেতাদের নিরাপত্তায় আমাদের বাজারকে জেলা প্রশাসন ও পুলিশ সহযোগিতা করে থাকে। লেনদেনের ক্ষেত্রে জাল নোট চিহ্নিতকরণে মেশিন বসানো হয়েছে। চাহিদা অনুযায়ী নির্দ্বিধায় এ বাজার থেকে তাদের কোরবানির পশু কিনতে পারবেন ক্রেতারা। এব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন বলেন, নির্দিষ্ট স্থান ব্যতিত কোথাও কোন অবৈধ পুশুর হাট বসানো হলে তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে ।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

আনন্দ টিভির,বহিস্কৃত ডিএনই কর্তৃক এইচ,আর (এড‌মিন)কে হুম‌কি, থানায় জিডি

লক্ষ্মীপুর সদর উপজেলা ১৯ টি স্থানে বসবে কোরবানির পশুর হাট

Update Time : ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা কে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯ টি স্থানে বসবে অস্থায়ী কোরবানির পশুর হাট। লক্ষ্মীপুর সদর উপজেলা সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুর সদরের ১৯ টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এই হাট গুলোতে প্রতিদিন বিক্রি হবে বিভিন্ন জাতের গরু,ছাগল ও মহিষ সহ সকল ধরনের পশু। আশাপাশের অঞ্চলের বড়, ছোট, মাঝারি সাইজের বিভিন্ন ফার্মে লালানপালন করা ও দেশি গরু থাকলেও বাজারে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। বুধবার (২১জুন) লক্ষ্মীপুর উপজেলা পরিষদের সূত্রে জানা যাই, এইবার ১৯ জায়গায় অস্থায়ী গরুর হাটের অনুমতি দেওয়া হয়েছে ।
হাট গুলো হচ্ছে ১ নং উত্তর হামছাদি ইউনিয়ন এর বিজয়নগর মিঝি বাড়ী সংলগ্ন মাঠ, দালাল বাজার ইউনিয়ন এর কামানখোলা বাজার সংলগ্ন মাঠ ও দালাল বাজার হজল চৌধুরীর বাড়ীর সামনে, ০৫ নং পাবর্তীনগর ইউনিয়ন পরিষদের সোনাপুর সমবায় মার্কেট সংলগ্ন খোলা মাঠ, ০৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের জকসিন বাজারের উত্তরে নুরুল আমিন মাঝির ব্রিক ফিল্ড, ০৭ নং বশিকপুর ইউনিয়ন পরিষদের পোদ্দার বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠ ও নাগের হাট গরুর বাজার, ০৮ নং দত্ত পাড়া ইউনিয়ন পরিষদের মোল্লার হাট বাজারের মসজিদ মাঠ, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের কামারহাট বাজার এর পূর্ব পাশে খোলা মাঠে,১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে হাটখোলা বাড়ীর সামনের মাঠ, ১৩ নং দিঘলী ইউনিয়নন পরিষদের দিঘলী বাজার সংলগ্ন খোলা মাঠে,১৪ নং মান্দারী ইউনিয়নন পরিষদের আমিনবাজার সংলগ্ন বেড়ি বাধেঁর উপর, বট তলী বাজার , ১১ ন ং হাজির পাড়া ইউনিয়ন , ১৫ নং নাহারকান্দি ইউনিয়নন পরিষদের কুতুবপুর হাদু কোম্পানির ব্রিকফিল্ড মাঠ, ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নন পরিষদের ভবানীগঞ্জ বাজারের পূর্ব পাশে বাজারের খোলা মাঠে, ২০ নং চর রমনী মোহন ইউনিয়নন পরিষদের মজু চৌধুরীর হাট বাজার সংলগ্ন মাঠে ও করাতির হাট বাজার সংলগ্ন মাঠে,২১ নং টুমচর ইউনিয়নন পরিষদের টুমচর বাজার সংলগ্ন রাস্তার পাশে। বাজার কর্তৃপক্ষ জানান, প্রতিবছর আমরা বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু কিনতে আসা ক্রেতাদের নিরাপত্তায় আমাদের বাজারকে জেলা প্রশাসন ও পুলিশ সহযোগিতা করে থাকে। লেনদেনের ক্ষেত্রে জাল নোট চিহ্নিতকরণে মেশিন বসানো হয়েছে। চাহিদা অনুযায়ী নির্দ্বিধায় এ বাজার থেকে তাদের কোরবানির পশু কিনতে পারবেন ক্রেতারা। এব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন বলেন, নির্দিষ্ট স্থান ব্যতিত কোথাও কোন অবৈধ পুশুর হাট বসানো হলে তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে ।