লক্ষ্মীপুর প্রতিনিধি ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এতে জেলার ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র প্রমুখ। ডিসি রাজীব কুমার সরকার বলেন, মানব সভ্যতা বিজ্ঞানের কাছে ঋণী।বিজ্ঞানের কারণে পৃথিবী এগিয়ে যাচ্ছে। মানুষকে সুযোগ-সুবিধা দিচ্ছে, জীবনকে সহজ করছে, আরামদায়ক করছে সবই বিজ্ঞানের অবদান। পাশাপাশি নীতিবাচক দিকও রয়েছে। বিজ্ঞান আশির্বাদ না অভিশাপ, এর দুই দিকেই বলার মতো সুযোগ আছে। বিজ্ঞান যেন মানবতার বিরুদ্ধে না যায়।মানবতার বিরুদ্ধে গেলেই এটি অভিশাপ।