রাকিব হোসেন স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়নে দুই শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে কেরোয়া ইউনিয়ন বিএনপি।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রায়পুর উপজেলার মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কেরোয়া ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহির আলম বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সদস্য শাহ আলম পাটোয়ারী, যুবদল নেতা স্বপন মৃধা, মহিলা নেত্রী শিরীন সুলতানা, ২নং ওয়ার্ড বিএনপি নেতা খোরশেদ মোল্লা, রিপন, নসু, কাসেম, রহিম ও কামালসহ অনেকে।
কম্বল বিতরণ শেষে দেশ ও দেশের মানুষের কল্যাণ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।