রামগতি প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি চর আবদুল্যা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের বিরুদ্ধে পুলিশ ক্যাম্প ভেঙ্গে নেয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে লক্ষ্মীপূর জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ করেন আবদুল হান্নান নামীয় এক ইউপি সদস্য।
জেলার রামগতি উপজেলার চর আবদুল্যা ইউনিয়নের চরগজারিয়া তেলির চর ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
রবিবার (৪ জানুয়ারী) ইউপি সদস্যের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রামগতির আলেকজান্ডার থেকে চর আবদুল্যা ইউনিয়নটি একটি বিচ্ছিন্ন দীপ। নদী পথে শত মাইল পাড়ি দিয়ে ওই চরে যেতে হয়। এ চরের বাসিন্দাদের আইনশৃঙ্খলা ও নিরপত্তার স্বার্থে পাঁচ বছর আগে চেয়ারম্যান বাজারের পাশে ৫নং ওয়ার্ডে একটি টিনসেড সেমিপাকা পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মেঘনার তীব্র ভাঙনে পুলিশ ক্যাম্পের পাশে নদী এসে যায়। জোয়ারের পানির উচ্ছতা বৃদ্ধি হওয়ায় ২০২২ সালে ক্যাম্প ছেড়ে পুলিশ চলে যায়। ফলে পুলিশ ক্যাম্প না থাকায় চোর-ডাকাতের ভয়ে আতংকে দিন পার করছে দূর্গম চরের বাসিন্দারা।
কিছুদিন আগে স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের ক্যাম্প ঘরটি ভেঙে দরজা-জানালা, টিন, রড ও ইট খুলে তার বসত বাড়ীতে নিয়ে স্তুপ করে রাখে। এ ঘটনায় জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুল হান্নান নামীয় এক ইউপি সদস্য।
আবুল খায়ের জানান, চেয়ারম্যান মঞ্জুর হোসেন কামালসহ পরিষদের সকল ইউপি সদস্যদের সম্মতিতে পুলিশ ক্যাম্প ঘরটি ভেঙে অন্য জায়গায় একটি ক্যাম্প ঘর স্থাপন করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান জানান, বরাদ্ধ পেয়ে নতুন আরেকটি ক্যাম্প ঘর নির্মাণ করা হয়েছে। পুরাতন ক্যাম্পের কোন মালামাল ওখানে লাগানো হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, রামগতির চরগাজীতে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পক্ষ থেকে একটি পুলিশ ক্যাম্প ছিল। পরবর্তীতে প্রশাসনিক কারণে ক্যাম্পটি প্রত্যাহার করে নেয়। স্থানীয় জনসাধারণের দাবীর প্রেক্ষিতে জেলা পুলিশ স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য পুলিশ হেডকোর্য়াটারে প্রেরন করা হয়। বর্তমানে বিবেচনাধীন আছে