নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন বাস ও সিএনজিসহ অন্য যানবাহন বন্ধে ভ্রাম্যমান আদালত বসিয়েছে উপজেলা প্রশাসন। আজ ৫ জানুয়ারী রবিবার শহরের রামগতি সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের সাথে অভিযানে রয়েছে বিআরটিএ কর্মকর্তারা কামরুজ্জামান। এসময় ফিটনিসটেন না থাকায় পাশাপাশি লাইসেন্স ও না থাকায় ৫টি গাড়িকে নগদ অর্থ দন্ড করা হয়। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
এর আগে গত আড়াই মাসে লক্ষ্ীপুর গ্রীনলীফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে দুইটি বাসে সিলিন্ডার বিস্ফোরনে ৫জন নিহত ও আহত ১২জন। এঘটনায় মেয়াদ উর্ত্তীন সিলিন্ডার ও বাসের ফিটনেস থাকায় এই দূর্ঘটনা ঘটেছে বলে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। পরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার পর গ্যাস দেয়া বন্ধ রয়েছে ওই ফিলিং স্টেশশন।