লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল- কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দদের সাথে লক্ষ্মীপুর জেলার শ্রমিকদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ অক্টোবর) বিকেল ৩ টায় জেলা শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম.আর. মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদি শ্রমিকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।
জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল হান্নান ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আলম নির্জুসহ জেলা থানা ও পৌর নেতৃবৃন্দ।
এসময় বক্তারা অতীতের ন্যায় আগামীতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন। এবং বিগত আন্দোলনে সক্তিয় সাহসী ভূমিকা রাখায় লক্ষ্মীপুর পৌর শ্রমিক দলের ভূয়সী প্রশংসা করেন।