লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দাশেরহাট বাজারে মোজাম্মেল হোসেন নামে এক প্রবাসীর এক শতাংশ জমি বিগত কয়েক বছর ধরে দখলে রেখেছে স্থানীয় শাহজাহান গং। দখলমুক্ত করতে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
তবে দখলদার শাহাজাহান গং দাবি করেন, তাদের নামে জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র রয়েছে এবং ওই জমি নিয়ে আদালতে মামলাও চলমানও রয়েছে।
মোজাম্মেল হোসেন জানান, চন্দ্রগঞ্জ থানাধীন ২২৮ নং গোবিন্দপুর মৌজার আর.এস ৫০ নং খতিয়ান ভুক্ত ২০৮৫ দাগে এক শতাংশ জমির মালিক ছিলেন তার বাবা মৃত: আবদুল ওহাব ভূঁইয়া। দাশেরহাট বাজারের ব্যাংক সড়কে থাকা জমিটি অন্য দাগের জমির চেয়ে মূল্যবান। সেখানে দোকান ঘর ছিল। ২০০৪ সালের দিকে মোজাম্মেল হোসেন প্রবাসে ছিলেন, তখন শাহজাহান ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দোকান ঘরটি দখল করে নেয়। ২০১৮ সালের দিকে ওই জমি আবদুল ওহাব তার ছেলে মোজাম্মেল হোসেনকে দানপত্র করেন। কিন্তু সেটি দখলমুক্ত করতে পারেননি তারা। সস্ত্রাসী বাহিনীর প্রভাব বিস্তার করে দোকান ঘরটি কয়েক বছর ধরে দখলে রেখেছেন শাহজাহান গং।
স্থানীয়ভাবে সালিসি বৈঠকেও আমাদের পক্ষে রায় হয়েছে। স্থানীয়রা বলেন এই দোকান ঘরটি প্রকৃত মলিক মৃত আব্দুল এর ছেলে মোজাম্মেল হোসেন গংদের । দখলদার শাহাজাহান গংরা কয়েক বছর আগে সন্ত্রাসীদিয়ে আমাদেও ভয়ভীতি দেখিয়ে মোজাম্মেল হোসেন গংদেও দোকান ঘরটি দখলে নিয়ি যায়,দুই পক্ষওে কাগজ পত্র পর্যালোচনা করে প্রকৃত মালিক মোজাম্মেল হোসেন গংদের দোকান ঘর ফিরিয়ে দেতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান ।
মোজাম্মেল হোসেন অভিযোগ করে বলেন, আমি দখলের বিষয়ে স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানালে অভিযুক্তরা আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমা দিয়া হয়রানী করে। জমির দখল পেতে এবং সুবিচারের আশায় জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছি।
দখলদার শাহাজাহান গং দাবি করে বলেন, জমির মালিক আমরা। আমাদের নামে মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র রয়েছে।
তদন্ত কর্মকর্তা সদর সার্কেল মো: সোহেল রানা বলেন বাদী পক্ষের অভিযোগের বিত্তিতে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।